কুয়েতে ২ মাসে ৬ হাজার ৩০০ প্রবাসী বহিষ্কার

কুয়েত সরকার ২০২৫ সালের মে ও জুন মাসে মোট ৬,৩০০ প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আবাসিক ও শ্রম আইন ভঙ্গের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বলা হয়েছে, কঠোর আইন বাস্তবায়নের অংশ হিসেবে এসব বহিষ্কার কার্যকর করা হয়েছে। কেউ কেউ আদালতের রায়ের ভিত্তিতে, আবার কেউ নিরাপত্তা বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে বহিষ্কৃত হয়েছেন।
কুয়েতজুড়ে অবৈধভাবে বসবাস বা কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে চলছে ধারাবাহিক অভিযান। আটককৃতদের আইনি প্রক্রিয়া মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই পদক্ষেপ দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অভিবাসন আইন বাস্তবায়নের বৃহৎ পরিকল্পনার অংশ।
কুয়েতের বহিষ্কার ও আটক বিভাগ জানিয়েছে, সকল বহিষ্কৃতকে প্রয়োজনীয় সহায়তা ও মানবিক সেবা দেওয়া হচ্ছে এবং দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।
কুয়েত সরকার জানিয়েছে, অবৈধ শ্রমিকদের উপস্থিতি দেশের শ্রম বাজারকে প্রভাবিত করছে, তাই এ ধরনের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে।