বৃহস্পতিবার , ০৭ আগস্ট ২০২৫
Thursday , 07 August 2025
১২ সফর ১৪৪৭

প্রবাস ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ১১ জুলাই ২০২৫

বাহরাইনে তীব্র গরমে বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপত্তা নির্দেশনা

বাহরাইনে তীব্র গরমে বাংলাদেশি শ্রমিকদের জন্য নিরাপত্তা নির্দেশনা

বাহরাইনের প্রচণ্ড গরমে খোলা জায়গায় কাজ করা বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। শ্রমিকদের সুরক্ষায় দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় কাজ না করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বাহরাইনের হিদ এলাকায় আয়োজিত এক গ্রীষ্মকালীন সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের শ্রম মন্ত্রণালয়ের সচেতনতা ও নির্দেশনা বিভাগের প্রধান হোসেন আল-হুসাইনি, শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিনিধি মোহাম্মদ আল-হাশেমী এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বাহরাইন শাখার জনস্বাস্থ্য সহযোগী কর্মকর্তা রায়ান বুটাইলা।

বাংলাদেশ দূতাবাসের পক্ষে বক্তব্য দেন কাউন্সেলর ও দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস। রাষ্ট্রদূত মো. রইস হাসান সারওয়ারের বার্তা পৌঁছে দিয়ে তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, আপনারা আমাদের সম্পদ। আপনাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ দূতাবাস সর্বদা পাশে আছে।

তিনি শ্রমিকদেরকে গ্রীষ্মে পর্যাপ্ত পানি পান করা, হেলমেট, সেফটি সু ও সুরক্ষা জ্যাকেট ব্যবহারের পরামর্শ দেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব মো. মাহফুজুর রহমান। বিদেশি অতিথিরাও বক্তব্যে গ্রীষ্মকালীন স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব তুলে ধরেন।

বাহরাইন সরকার ইতিমধ্যে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। কোনো মালিক এই নিয়ম লঙ্ঘন করে কাজ করাতে বাধ্য করলে শ্রমিকদের ৮০০০৮০০১ নম্বরে কল করে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন ৩৩৩৭৫১৫৫-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চলবে।

সর্বশেষ

জনপ্রিয়