জাতীয় গড় পাসের হারকে ছাড়িয়ে জেদ্দার বাংলাদেশ স্কুল

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৯১ দশমিক ৮৯ শতাংশ। প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের জাতীয় গড় পাসের হার (৬৮ দশমিক ৪৫ শতাংশ) ছাড়িয়ে যাওয়ায় অভিভাবক, শিক্ষক ও কমিউনিটির মধ্যে আনন্দের ছাপ স্পষ্ট।
এই প্রতিষ্ঠান থেকে এবার তিনটি বিভাগ- বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক-থেকে মোট ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৬৯ জন, ফেল করেছেন ৫ জন এবং একজন অনুপস্থিত ছিলেন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগ থেকে ৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে- ২৬ জন পেয়েছেন জিপিএ-৫, ৮ জন পেয়েছেন গ্রেড ‘এ’, ২ জন পেয়েছেন গ্রেড ‘বি’, ফেল করেছেন ১ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৯ জন অংশ নিয়ে- ৯ জন পেয়েছেন জিপিএ-৫, ১৪ জন ‘এ’, ৩ জন ‘বি’, ১ জন ‘সি’, ফেল ৪ জন, অনুপস্থিত ১ জন।
মানবিক বিভাগে একমাত্র শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫। মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
সার্বিকভাবে ৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪৮ শতাংশ।
এছাড়া- ২২ জন ‘এ’, ৫ জন ‘বি’, ১ জন ‘সি’ পেয়েছেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ জাসীম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ফলাফল আমাদের গর্বিত করেছে। এই অর্জনের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সমর্থন।
তিনি আরও বলেন, বাংলাদেশ কমিউনিটি, কনস্যুলেট ও দূতাবাসের সহায়তা ছাড়া এমন সাফল্য সম্ভব হতো না। ভবিষ্যতে আমরা আরও ভালো ফলাফলের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।