মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৩, ২৪ জুলাই ২০২৫

উত্তরায় স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, শিশুরাই সবচেয়ে বড় শিকার

উত্তরায় স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, শিশুরাই সবচেয়ে বড় শিকার
ছবি: সংগৃহীত

একটি নিস্পাপ দুপুর আচমকাই পরিণত হলো বিভীষিকায়। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার ঘটে গেল দেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় বহু শিশু শিক্ষার্থীকে পরিণত করল হতাহতদের তালিকায়।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ১৮ জনই ১৫ বছরের নিচে। ভয়াবহ দগ্ধ অবস্থায় বর্তমানে ৫৭ জন চিকিৎসাধীন, যাদের ৩৬ জনের বয়স ১২ বছরের নিচে এবং ২১ জনের বয়স ১০ বছরেরও কম।

অগ্নিদগ্ধদের বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, যেখানে আইসিইউতে রয়েছেন ৮ জন, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ২১ জন এবং এইচডিইউতে রয়েছে আরও অনেকে। পাঁচজন শিক্ষকও আহতদের মধ্যে রয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় ৬টি মরদেহের পরিচয় এখনও নিশ্চিত নয়। সংশ্লিষ্টরা বলছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমেই তাদের পরিচয় নিশ্চিত করা হবে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি তথ্যকেন্দ্র ও ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অধ্যক্ষ জিয়াউল আলম বলেন, “শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং চালু করেছি। শিক্ষকরা ফোনে সাহস জোগাচ্ছেন।”

এদিকে সেনাবাহিনী ও আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার পরপরই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। গুজবে কান না দিয়ে সরকারি তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয় আইএসপিআরের বিবৃতিতে।

সর্বশেষ

জনপ্রিয়