মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৩, ২৪ জুলাই ২০২৫

উড্ডয়নের ২১ মিনিট পরেই ফিরে এলো বিমান

উড্ডয়নের ২১ মিনিট পরেই ফিরে এলো বিমান
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ২১ মিনিট আকাশে ওড়ার পর পুনরায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানটিতে তখন ২৮৭ জন যাত্রী ছিলো। চট্টগ্রামের যাত্রীদের নামিয়ে ফ্লাইটটি আবার সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

তিনি বলেন, “চট্টগ্রাম থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সকাল ৮টা ৫৮ মিনিটে পুনরায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের যাত্রীরা সবাই নিরাপদ আছেন। বিমানটি বর্তমানে বে নম্বর-৮ এ অবস্থান করছে।
 

সর্বশেষ

জনপ্রিয়