নির্বাচনে আপত্তি নেই, তবে সংস্কার-বিচার আগে চায় এনসিপি

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে তাতে আপত্তি নেই বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে নির্বাচনের আগে সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি চায় তারা। এছাড়া, নতুন সংবিধানেরও দাবি জানিয়েছে এনসিপি।
বুধবার (৬ আগস্ট) দুপুরে ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের কথা বলেছি। কিন্তু জুলাই ঘোষণাপত্রে তা পাশ কাটিয়ে যাওয়া হয়েছে।”
আখতার হোসেন বলেন, “জুলাই ঘোষণাপত্রে এক হাজার শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু জাতিসংঘের রিপোর্টে জুলাই আন্দোলনে ১৪০০ মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এক বছরের সরকার আহত এবং নিয়তের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে তার একটা ছাপ ঘোষণাপত্রে রয়েছে।”
তিনি বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, জুডিশিয়াল কিলিং, আগ্রাসন বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, আবরার ফাহাদ হত্যাকাণ্ড পরবর্তী আন্দোলন ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র সমৃদ্ধ হতো।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুর ইসলাম আদিব, জাভেদ রাসিন যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।