বৃহস্পতিবার , ০৭ আগস্ট ২০২৫
Thursday , 07 August 2025
১২ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:৪০, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৪১, ৬ আগস্ট ২০২৫

নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন, দ্রুত চিঠি পাওয়ার প্রত্যাশা সিইসির

নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন, দ্রুত চিঠি পাওয়ার প্রত্যাশা সিইসির
ছবি: সংগৃহীত

নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন (ইসি) সবরকম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দ্রুত প্রধান উপদেষ্টার কাছ থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

বুধবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এবং আগামী ৩১ অগাস্টের মাঝে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি, নির্বাচনের আগে একটি সুনির্দিষ্ট তারিখের মাঝে যাদের বয়স ১৮ বছর হয়ে যাবে, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। 

 

সেপ্টেম্বরের মধ্যে সব কেনাকাটা সম্পন্ন হবে উল্লেখ করে সিইসি আরো জানান, নির্বাচনের আগে মিডিয়াসহ সকল অংশীজনের সঙ্গ আলোচনা করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, “একটি নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ... আমরা নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আয়নার মতো পরিষ্কার করতে চাই। বিশ্ববাসী দেখুক, আমাদের চেষ্টার কোনো ঘাটতি আছে কিনা। আমরা লুকিয়ে কোনো কাজ করতে চাই না।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন।

সর্বশেষ

জনপ্রিয়