শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
Friday , 15 August 2025
২০ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:২১, ১৪ আগস্ট ২০২৫

যুদ্ধবিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের শিক্ষক মাহফুজা

যুদ্ধবিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোনের শিক্ষক মাহফুজা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া শিক্ষক মাহফুজা (৪৫) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টায় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) তার মৃত্যু হয়। মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১ জনের মৃত্যু হলো।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এফ-৭ বিজিআই মডেলের বিমানটি বেলা ১টার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেকে দগ্ধ হন।

সর্বশেষ

জনপ্রিয়