বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১১ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭, ২৮ জুন ২০২৫

আপডেট: ১০:২৭, ২৮ জুন ২০২৫

পশ্চিমা বিশ্বে ড. ইউনূসের গ্রহণযোগ্যতা ঝাঁকুনির মধ্যে: মাসুদ কামালের মন্তব্য

পশ্চিমা বিশ্বে ড. ইউনূসের গ্রহণযোগ্যতা ঝাঁকুনির মধ্যে: মাসুদ কামালের মন্তব্য
ছবি: সংগৃহীত

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মন্তব্য করেছেন, পশ্চিমা বিশ্বে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা বর্তমানে বড় ধরনের ঝাঁকুনির মধ্যে রয়েছে। শুক্রবার এক আলোচনায় তিনি বলেন, “আগে যতবার শেখ হাসিনা সরকার ড. ইউনূসের সঙ্গে বিরোধে জড়িয়েছিল, ততবারই পশ্চিমা বিশ্ব ও পশ্চিমা গণমাধ্যম ড. ইউনূসের পক্ষে কথা বলেছিল। কিন্তু এখন তাদের বক্তব্য থেকে মনে হচ্ছে তারা ড. ইউনূসের বিরুদ্ধেই কথা বলছে।”

মাসুদ কামাল দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক জরিপের কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশে মাত্র ৫ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। অথচ আওয়ামী লীগ নির্বাচনে না গেলেও ১৪ শতাংশ মানুষ বলছে তারা আওয়ামী লীগকেই ভোট দিত। এমন একটি দলকে নিষিদ্ধ করা পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব ভালোভাবে নেবে—এটা কীভাবে আশা করা যায়?”

তিনি বলেন, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ‘ব্যানিং দ্য অপজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি’ স্পষ্টভাবে ইঙ্গিত দেয়, বিরোধী দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। এটা ড. ইউনূসের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় ধাক্কা।

মাসুদ কামাল আরও জানান, “সম্প্রতি লন্ডন সফরে ড. ইউনূস বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেছেন, আবার অনেকে তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি। কোথাও তিনি সম্মানিত হয়েছেন, কোথাও আবার অপমানিত হয়েছেন। এসব থেকে বোঝা যায়, পশ্চিমা বিশ্বে তাঁর গ্রহণযোগ্যতা এখন প্রশ্নের মুখে।”

তিনি বলেন, “আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতান্ত্রিক নয়। ড. ইউনূস এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় ভুল করেছেন এবং এখন সেটার চরম মূল্য দিচ্ছেন।”

সর্বশেষ

জনপ্রিয়