রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৮ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২২, ৩০ জুলাই ২০২৫

আইনি ভিত্তি না থাকলে সংস্কার সনদে সই নয়: জামায়াত

আইনি ভিত্তি না থাকলে সংস্কার সনদে সই নয়: জামায়াত

সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি না থাকলে তা বাস্তবায়নযোগ্য হবে না এবং জামায়াতে ইসলামী এমন খসড়ায় সই করবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ২২তম দিনের সংলাপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে যেসব সংস্কার প্রস্তাব এসেছে, তা যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন সম্ভব। কিন্তু গতকাল যেই খসড়া পাঠানো হয়েছে, তা দেখে আমরা হতাশ। সেখানে বলা হয়েছে দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে, অথচ সরকারের মেয়াদ বা কমিশনের এখতিয়ার স্পষ্ট করা হয়নি।

ডা. তাহের আশঙ্কা প্রকাশ করে বলেন, সরকার কি তাহলে আরও দুই বছর ক্ষমতায় থাকতে চায়? নাকি ভবিষ্যৎ সরকার এসব বাস্তবায়ন করবে? যদি পরবর্তী সরকার এসব বাস্তবায়ন করে, তবে এতদিনের আলোচনা তো কেবল ‘পরামর্শ সভা’ হয়েই রইল। এতে জনগণের কাছে আমাদের কাজের কোনো মূল্য থাকবে না।

তিনি জোর দিয়ে বলেন, আমরা শুরু থেকেই ধরে নিয়েছি, প্রস্তাবিত সংস্কারগুলোর আইনি ভিত্তি থাকবে। আইনগত বাধ্যবাধকতা না থাকলে এটি কথার কথাই হয়ে থাকবে।

শুধু সমালোচনাই নয়, জামায়াত নেতা এক constructive প্রস্তাবও দিয়েছেন। তিনি বলেন, আইনজ্ঞদের সঙ্গে একটি বৈঠক হোক, সেখানে আলোচনা করা যাক- এই সংস্কার প্রক্রিয়াকে কীভাবে আইনি কাঠামোর মধ্যে আনা যায়।

সংলাপে তিনি আরও বলেন, শহীদ জিয়া, এরশাদসহ বহু শাসক আইনি কাঠামোতে ক্ষমতা গ্রহণ করেছেন, আইন পাশ করিয়েছেন। সুতরাং এবারও আইনি ভিত্তি দেওয়ার সুযোগ আছে। জুলাই সনদ যদি বাস্তবায়নযোগ্য না হয়, তাহলে তা প্রতীকী কাগজে পরিণত হবে- আমরা তাতে সই করব না।

ডা. তাহেরের এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, জাতীয় ঐকমত্য প্রক্রিয়া এবার আরও জটিল হতে যাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়