১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ

১২ দিনের ছুটির পর আজ রবিবার সীমিত পরিসরে খুলছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। তবে শুরুতেই কোনো একাডেমিক কার্যক্রম নয়, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্দেশ্যেই খুলছে কলেজের দরজা।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর পুরো কলেজ ক্যাম্পাস শোকাচ্ছন্ন হয়ে পড়ে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় রেখে একাডেমিক কার্যক্রম স্থগিত রেখে শুধুমাত্র মানসিক পুনর্বাসনের দিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
শাহ বুলবুল আরও বলেন, “নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে শিক্ষকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবে। এতে করে তারা ধীরে ধীরে মানসিকভাবে স্থিতিশীল হয়ে উঠবে, এটাই আমাদের মূল লক্ষ্য।”
কলেজে আজও দোয়া মাহফিলের আয়োজন রয়েছে। একইসঙ্গে বিমান বাহিনীর সহায়তায় পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিতে পারছে। শিক্ষকরা নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করছেন এবং কেউ চাইলে ব্যক্তিগতভাবে আলাপের সুযোগও পাচ্ছেন।
শাহ বুলবুল বলেন, “এই দুর্যোগময় সময় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের পারস্পরিক সহানুভূতি আমাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে।”
উল্লেখ্য, বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ তিন দফায় ছুটি ঘোষণা করে এবং সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। তবে প্রশাসনিক কার্যক্রম চালু ছিল এবং আহতদের সহায়তায় গঠন করা হয় কন্ট্রোল রুম।