সোমবার , ০৪ আগস্ট ২০২৫
Monday , 04 August 2025
০৮ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০০, ৩ আগস্ট ২০২৫

রাজনীতি ছাড়ার ঘোষণা ফেসবুক লাইভে, বৈষম্যের বিরুদ্ধে সরব লিজা

রাজনীতি ছাড়ার ঘোষণা ফেসবুক লাইভে, বৈষম্যের বিরুদ্ধে সরব লিজা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খানম লিজা ফেসবুক লাইভে এসে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে দেওয়া ওই আবেগঘন ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, নারী নেত্রীদের হেয় করে, কুৎসা রটিয়ে রাজনীতির ময়দান থেকে তাদের সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

লাইভে লিজা বলেন, “আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি ব্যাখ্যা করতে পারব না চট্টগ্রামে মেয়েদের নিয়ে কতটা নোংরামি হয়, কতটা ব্যক্তিগতভাবে তাদের আক্রমণ করা হয়। সবচেয়ে দুঃখজনক হলো—এসব আমাদের নিজেদের লোকজনই করছে।”

তিনি আরও বলেন, “একসময় চট্টগ্রামে অনেক মেয়ের সক্রিয় অংশগ্রহণ ছিল রাজনীতিতে। আজ তারা কেউ নেই। তাদের মতো আমাকেও একের পর এক বাজে বয়ানে টার্গেট করা হচ্ছে, শুধুমাত্র আমাকে ‘মাইনাস’ করার জন্য। যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা এসব বন্ধ করুন। মেয়েদের নিয়ে এসব নোংরামি থামান।”

নিজের রাজনীতি ছাড়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লিজা অভিযোগ করেন, “চট্টগ্রামের কিছুসংখ্যক মানুষের স্বার্থের কাছে আমাদের রাজনীতি হেরে গেছে। যাদের সঙ্গে আন্দোলন শুরু করেছিলাম, আজ তারা কেউ নেই। শুধু কিছু ভাই-ব্রাদার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে কোরাম বানিয়ে যাচ্ছেন, আর তাতে আমাদের জায়গা নেই।”

লাইভের পুরো সময়জুড়ে লিজার বক্তব্য ছিল সাহসী ও স্পষ্ট। তিনি বারবার নারীদের প্রতি রাজনীতিতে বিদ্যমান বৈষম্য এবং অপমানের চিত্র তুলে ধরেন। শেষপর্যন্ত আবেগ ধরে রাখতে না পেরে বলেন, “আমার দ্বারা সত্যিই আর রাজনীতি করা সম্ভব নয়।”

সর্বশেষ

জনপ্রিয়