রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৮ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৯, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১১:৩০, ৩ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্ক সাড়ে ৩৬ শতাংশ: বিজিএমইএ সভাপতি

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্ক সাড়ে ৩৬ শতাংশ: বিজিএমইএ সভাপতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে কার্যকর শুল্ক হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে বিদ্যমান শুল্ক ১৬ দশমিক ৫ শতাংশ এবং অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক হিসেবে আরোপ করা হয়েছে।

শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রে রপ্তানিতে আমাদের শুল্কের হার বিশ্বের মধ্যে অন্যতম বেশি। এই পরিস্থিতি মোকাবিলায় কিছু কৌশল গ্রহণ করা জরুরি।’’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পোশাক শিল্পে ব্যবহৃত কাঁচামালের অন্তত ২০ শতাংশ যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, তবে ওই পণ্যের রপ্তানির ক্ষেত্রে শুল্ক ছাড় পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, তিনি বলেন, যদি রপ্তানি পোশাক তৈরিতে ব্যবহৃত তুলার ২০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়, তবে সেই তুলার দামের ভিত্তিতে শুল্ক হার কমে আসবে।

বর্তমানে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকের প্রায় ৭৫ শতাংশই তুলা-নির্ভর হওয়ায়, এই শুল্ক কাঠামো পোশাক শিল্পের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।

সর্বশেষ

জনপ্রিয়