রোববার , ০৩ আগস্ট ২০২৫
Sunday , 03 August 2025
০৮ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:১১, ৩ আগস্ট ২০২৫

বরগুনায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর

বরগুনায় সমন্বয়ক পরিচয়ে ব্যবসায়ীকে মারধর
ছবি: সংগৃহীত

বরগুনা পৌর শহরের বিবি সড়কে এক কাপড়ের দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার পর শহরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অনেকেই দোকান বন্ধ করে দেন।

শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে লেডিস পয়েন্ট নামক দোকানে এই হামলা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. জসিম জানান, তিনি তার শিশুসন্তানকে নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে এক নারী পথচারীর সঙ্গে তার সন্তানের ধাক্কা লাগে, যা থেকে শুরু হয় বাকবিতণ্ডা। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় বস্ত্র ব্যবসায়ী সমিতি দুই পক্ষকে ডাকে।

জসিম জানান, ঘটনাস্থলে ওই নারী ইয়াসমিন তানিয়ার ছেলে সিনহা রহমান ‘সমন্বয়ক’ পরিচয়ে কিছু লোক নিয়ে উপস্থিত হন এবং কথা কাটাকাটির একপর্যায়ে প্রকাশ্যে তাকে মারধর করেন। এসময় অন্য ব্যবসায়ীরা বাধা দিতে গেলে তাদেরকেও হুমকি দেন সিনহা।

বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ জানান, সিনহা শুধু মারধরই করেননি, বরং উপস্থিত নেতৃবৃন্দকে গালিগালাজ করে বলেন, ‘তোরা আওয়ামী লীগের দালাল, আমরা আন্দোলন করে তোদের বিদায় করেছি।’ এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে শহরের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন এবং হুঁশিয়ারি দেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, পুলিশ ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়