রোববার , ০৭ সেপ্টেম্বর ২০২৫
Sunday , 07 September 2025
১৩ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

পিটার হাস এখন মহেশখালীতে

পিটার হাস এখন মহেশখালীতে
ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারের মহেশখালীতে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন তিনি। পরে সেখান থেকে নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে যান।

গত শনিবার এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মহেশখালী সফরে তার সঙ্গে আরো দুই ব্যক্তি আছেন।

মহেশখালীতে পৌঁছার পর প্রতিনিধিদলটি কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল হক।

ওসি জানান, সকাল ১১টায় পিটার হাসের সঙ্গে একটি প্রতিনিধিদল হোপ হসপিটালে পৌঁছে।

হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দেন। 

সর্বশেষ

জনপ্রিয়