ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প

ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য সচেতনতা ও কল্যাণ নিশ্চিত করতে রাজধানীর খিলগাঁও হাবে বিনামূল্যে হেলথ ক্যাম্প আয়োজন করেছে ফুডপ্যান্ডা বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মটি এ উদ্যোগ নিয়েছে তাদের প্যান্ডা হার্টস কর্মসূচির অংশ হিসেবে। এতে সহযোগিতা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম মেডএআই-এর সহযোগী প্রতিষ্ঠান আমার ডক্টর।
হেলথ ক্যাম্পে অংশগ্রহণকারী রাইডারদের জন্য ছিল ডায়াবেটিস শনাক্তকরণ পরীক্ষা, রক্তচাপ ও পালস চেক, শরীরের তাপমাত্রা ও অক্সিজেন স্যাচুরেশন মাপা, বিএমআই নির্ণয়, ফুসফুসের কার্যক্ষমতা মূল্যায়ন ও ইউরিন টেস্টের মতো গুরুত্বপূর্ণ প্রাথমিক স্বাস্থ্যসেবা। চিকিৎসকরা ক্যাম্পস্থলেই অংশগ্রহণকারীদের ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দিয়েছেন।
ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিল একটি কুইজ সেশন, যেখানে সঠিক উত্তরদাতা রাইডারদের মাঝে উপহার প্রদান করা হয়, যা রাইডারদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
মেডএআই-এর সঙ্গে যৌথভাবে ফুডপ্যান্ডা চারটি স্বল্পমূল্যের হেলথ প্যাকেজ চালু করেছে। মাত্র ৩৫ টাকা থেকে শুরু করে ২৭৯ টাকার মধ্যে পাওয়া এই সাবস্ক্রিপশনগুলোতে থাকছে ২৪ ঘণ্টা হেলথ হটলাইন, ভিডিও কনসালটেশন, ফলোআপ সুবিধা এবং এআই প্রযুক্তিতে স্বাস্থ্য বিশ্লেষণ। প্রথম মাসে থাকছে দুটি বিনামূল্যের টেলিমেডিসিন কনসালটেশনের সুযোগ।
ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান বলেন, ডেলিভারি পার্টনাররা আমাদের মূল চালিকাশক্তি। তাদের সুস্থতা নিশ্চিত করাকে আমরা দায়িত্ব বলেই মনে করি। এই হেলথ ক্যাম্প তারই প্রতিফলন।
এর আগেও গুলশান হাবে এ ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। সফল আয়োজনে উজ্জীবিত হয়ে ভবিষ্যতে দেশের অন্যান্য হাবেও এই কর্মসূচি বিস্তারের পরিকল্পনা রয়েছে।
প্যান্ডা হার্টস কর্মসূচির আওতায় রাইডারদের সুরক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন, কমিউনিটি এনগেজমেন্ট ও কল্যাণের পাঁচটি খাতে নিয়মিত কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। এর মধ্যে উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে কাজের সময়ের স্বাধীনতা, দুর্ঘটনাজনিত বিমা, স্বাস্থ্য সহায়তা ও অনলাইন শিক্ষার ব্যবস্থা।