বাংলালিংক ও বিকাশের কৌশলগত অংশীদারিত্ব, লক্ষ্য দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি

দেশের ডিজিটাল সেবা বিস্তারে নতুন মাত্রা যোগ করতে কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হলো দুই খাতের শীর্ষ প্রতিষ্ঠান- ডিজিটাল অপারেটর বাংলালিংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী বিকাশ।
রাজধানীর গুলশানে অবস্থিত বাংলালিংকের প্রধান কার্যালয় 'টাইগার’স ডেন’-এ সম্প্রতি এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে, গ্রাহকেরা বিকাশ অ্যাপ ব্যবহার করে বাংলালিংকের এসএমএস সার্ভিস, ডেটা প্যাক কেনা এবং সরাসরি পেমেন্টের সুবিধা পাবেন।
এই অংশীদারিত্ব প্রসঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, আমরা ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশের সঙ্গে এই অংশীদারিত্ব ডিজিটাল অন্তর্ভুক্তিকে আরও বিস্তৃত করবে।
অন্যদিকে বিকাশ-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর জানান, গ্রাহককেন্দ্রিক সেবায় বিশ্বাসী বিকাশ। এই অংশীদারিত্ব আস্থা ও নিরবচ্ছিন্ন সুবিধা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের জীবনকে আরও সহজ করে তুলবে।
চুক্তির আওতায় বিকাশ গ্রাহকেরা বাংলালিংকের বিভিন্ন পরিষেবার পেমেন্ট করতে পারবেন সরাসরি বিকাশ থেকে। এতে মোবাইল রিচার্জ, ডেটা প্যাকেজ কেনা ও এসএমএস ভিত্তিক কার্যক্রম সহজতর হবে।
এই উদ্যোগ দেশের ডিজিটাল ইকোসিস্টেমে গ্রাহককেন্দ্রিকতা, সেবা সরলীকরণ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন- রুবাইয়াত এ. তানজিন (এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর), সাদ মোহাম্মদ ফাইজুল করিম (হেড অব কি সেগমেন্ট), মোহাম্মদ আহাসুন হাবিব (হেড অব সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এস. এম. ফাহাদুজ্জামান ও এস. এম. রাশেদুজ্জাহান
বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন- আলী আহম্মেদ (চিফ কমার্শিয়াল অফিসার), মোহাম্মদ রাশেদুল আলম (ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন), ফয়সাল বিন রায়হান (জেনারেল ম্যানেজার, টেকনোলজি ও প্রোকিউরমেন্ট), মশিউর রহমান ও তানজিদ হাসান ফাহিম (এসসি গভর্নেন্স অ্যান্ড কন্ট্র্যাক্ট ম্যানেজমেন্ট)
চুক্তি স্বাক্ষর শেষে উভয় পক্ষ ডিজিটাল অন্তর্ভুক্তি, মোবাইল লেনদেন, এবং উদ্ভাবনী সেবা নিয়ে ভবিষ্যতে আরও কীভাবে একসাথে কাজ করা যায়, সে বিষয়েও আলোচনা করেন।