সপ্তমীতে এক ফ্রেমে সৃজিত-সুস্মিতা, নতুন করে গুঞ্জন
মহাষপ্তমীর পূজায় নতুন রঙ ছড়াল টলিউডের আলোচিত জুটি সৃজিত মুখার্জি ও সুস্মিতা চট্টোপাধ্যায়। যদিও দুজনেই বারবার দাবি করছেন, তাদের সম্পর্ক কেবলই বন্ধুত্ব; তবুও ভক্তদের কৌতূহল যেন থামছেই না। সোমবার (২৯ সেপ্টেম্বর) সপ্তমীর শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেন সৃজিত। সেখানে এক ফ্রেমে ধরা পড়েন সুস্মিতাও।
ছবিতে দেখা যায়, দুজনেই নীল রঙের পোশাকে সাজগোজ করেছেন। সৃজিতের গায়ে নীল পাঞ্জাবি আর সুস্মিতার গায়ে নীল শাড়ি ও বেইজ ব্লাউজ। প্রকাশিত তিনটি ছবির মধ্যে একটিতে দুজন ক্যামেরার দিকে তাকিয়েছেন, অন্যটিতে হাসিমুখে একে অপরকে দেখছেন। তৃতীয় ছবিতে দেখা যায়, সুস্মিতার ছবি তুলছেন সৃজিত নিজেই। এই ফ্রেমগুলো ঘিরেই নতুন করে গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়।
এর আগেও এই জুটিকে নিয়ে আলোচনা কম হয়নি। কিছুদিন আগে পুরীর সমুদ্রসৈকতে তোলা একটি ছবি ভাইরাল হয়।
সম্প্রতি এক প্রিমিয়ারে সম্পর্কের প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, “আমরা খুব ভালো বন্ধু, কয়েক দিনের মধ্যেই কাছের বন্ধু হয়ে গেছি। বাকিটা নিয়ে কিছু বলতে চাই না।” একই সুরে সৃজিত মন্তব্য করেন, “এতটুকু ছবির জন্য এত কথা হচ্ছে, সত্যিই অবাক লাগছে।” তবে বাস্তবে প্রিমিয়ার হোক বা পূজার আয়োজন—প্রায় সব জায়গাতেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। মিলিয়ে পোশাক পরাও নজরে এসেছে ভক্তদের। ফলে অনেকেই এই সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে মানতে নারাজ।
অন্যদিকে, ২০১৯ সালে সৃজিত মুখার্জি বিয়ে করেছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তাদের বিয়ে দুই বাংলায় বেশ আলোচিত হয়েছিল। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন মিথিলা। দাম্পত্যে টানাপোড়েনের খবর শোনা গেলেও বিচ্ছেদ নিয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি তারা।





































