রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৮:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম, আদালতে অঝোরে কাঁদলেন

পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম, আদালতে অঝোরে কাঁদলেন

রাজধানীর ধানমণ্ডি থানায় দায়েরকৃত প্রতারণা ও চাঁদাবাজির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের জব্দ করা পাসপোর্ট ফেরতের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ রায় ঘোষণার পর আদালত চত্বরেই অঝোরে কান্নায় ভেঙে পড়েন মেঘনা।

 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে আজ শুনানি অনুষ্ঠিত হয়। মেঘনার আইনজীবীরা জানান, তিনি একজন আন্তর্জাতিক লিডারশিপ ট্রেইনার হিসেবে বিদেশে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। এ লক্ষ্যে তিনি পাসপোর্ট ফেরত চেয়ে আবেদন করেছিলেন।

 

তবে রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হারুন অর রশিদ আদালতকে জানান, মামলাটি এখনো তদন্তাধীন এবং এটি একটি চাঞ্চল্যকর মামলা। মেঘনার মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান রয়েছে কি না, তা জানতে ফরেনসিক তদন্ত চলছে। পাসপোর্ট ফেরত দেওয়া হলে তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা থেকে রাষ্ট্রপক্ষ আবেদনটির বিরোধিতা করে। আদালত তা বিবেচনায় নিয়ে আবেদনটি খারিজ করে দেন এবং আগামী ১১ নভেম্বর ফরেনসিক প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

 

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন মেঘনা আলম। তিনি বলেন, “একটার পর একটা মিথ্যা বলা হচ্ছে, আমাকে সারা দেশে অপমানিত করা হয়েছে। আমি কীভাবে ন্যায়বিচার পাবো?”

 

এর আগে, কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে গত এপ্রিল মাসে বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে জামিনে মুক্ত হন তিনি। মামলায় আরও অভিযোগ রয়েছে যে, মেঘনা ও তার সহযোগীরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য, যারা সুন্দরী তরুণীদের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন।

সর্বশেষ

জনপ্রিয়