বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
Thursday , 16 October 2025
২২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭, ৪ অক্টোবর ২০২৫

ইয়াশ রোহানকে কটাক্ষ, পাশে দাঁড়ালেন মেহজাবীন ও আরশ

ইয়াশ রোহানকে কটাক্ষ, পাশে দাঁড়ালেন মেহজাবীন ও আরশ
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান আবারও আলোচনায়। তবে এবার কোনো অভিনয়ের জন্য নয়, বরং একটি ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানানো পোস্ট নিয়ে। সম্প্রতি বিজয়া দশমীর দিনে কপালে সিঁদুর তিলক কেটে দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘শুভ বিজয়া।’

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায়। কিন্তু আনন্দঘন সেই শুভেচ্ছা পোস্টেই নেমে আসে বিদ্রূপের ঝড়। নেটিজেনদের একাংশ ইয়াশের ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। আবার কেউ কেউ “আপনার নাটক আর দেখা হবে না,” বা “ভাবতাম আপনি মুসলিম” এমন সব মন্তব্যও করেন।

এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সহকর্মী শিল্পীরাও। মেহজাবীন নিজের ফেসবুকে লিখেছেন, “কারও পোস্টে বাজে মন্তব্য করা আপনাকে সাহসী করে না, বরং আপনার নীচ মানসিকতা প্রকাশ করে। এত ঘৃণা নিয়ে কেমন করে রাতে ঘুমান?”

অন্যদিকে, অভিনেতা আরশ খান মন্তব্য করেন, “ইয়াশ রোহান ধর্ম নয়, শিল্পের প্রতিনিধিত্ব করেন। তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন—যেখানে ধর্ম যার যার, দেশ সবার।”

তবে সব মন্তব্যই যে নেতিবাচক ছিল তা নয়। অনেক ভক্তই ইয়াশকে ভালোবাসায় ভাসিয়েছেন। কেউ লিখেছেন, “আজ জানলাম রোহান ভাই হিন্দু, ভালোবাসা তবুও অবিরাম।”

বরেণ্য অভিনেতা নরেশ ভূঁইয়া ও শিল্পী সরকার অপুর ছেলে ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে অভিষেক হয়। 

সর্বশেষ

জনপ্রিয়