রোববার , ১৪ ডিসেম্বর ২০২৫
Sunday , 14 December 2025
২৩ জমাদিউস সানি ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২১:১৫, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:১৫, ৪ অক্টোবর ২০২৫

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা, বিজয়ের সঙ্গে বিয়ে ফেব্রুয়ারিতে!

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা, বিজয়ের সঙ্গে বিয়ে ফেব্রুয়ারিতে!

দক্ষিণী চলচ্চিত্র জগৎ থেকে এসেছে এক চমকপ্রদ খবর। জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা চুপিসারে সেরে ফেলেছেন বাগদান। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে, অবশেষে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই আংটি বদল করলেন এই জনপ্রিয় জুটি।

 

শুক্রবার সন্ধ্যায় একান্ত ঘরোয়া পরিবেশে, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুরো আয়োজনে ছিল কঠোর গোপনীয়তা। তাই কোনো ছবি বা ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি। ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাশমিকা বা বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার।

 

তবে এখানেই শেষ নয়। সূত্র বলছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই জুটি সাতপাকে বাঁধা পড়তে পারেন। যদিও এখনো পর্যন্ত বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

 

উল্লেখ্য, ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম ছবিতে একসঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করেন বিজয় ও রাশমিকা। এরপর ‘ডিয়ার কমরেড ছবিতে তাদের রসায়ন দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়। সেই থেকেই শুরু প্রেমের গুঞ্জন। যদিও দুজনেই সবসময় নিজেদের ‘ভালো বন্ধু বলেই দাবি করে এসেছেন, তবে বিভিন্ন সময় একসঙ্গে ছুটি কাটাতে যাওয়া বা রেস্তোরাঁয় দেখা যাওয়ার কারণে সম্পর্ক নিয়ে জল্পনা থামেনি কখনও।

 

এবার সেই গুঞ্জনেই যেন পড়ল সিলমোহর। রাশমিকা ও বিজয়ের এই নতুন জীবনের শুরুতে ভক্তরা অপেক্ষায় আছেন — কবে তারা প্রকাশ্যে আসবেন তাদের সম্পর্কের খবর নিয়ে।

সর্বশেষ

জনপ্রিয়