ইসরায়েলি হামলায় ছয় সাংবাদিকসহ নিহত ৮৯

গাজায় ইসরায়েলি হামলায় ৬ জন সাংবাদিকসহ কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। সোমবার গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর দ্বৈত বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন।
এছাড়া ফিলিস্তিনি সাংবাদিক হাসান দুওহানকে খান ইউনুসে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে। এতে সোমবার একদিনেই নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ, বেথলেহেম ও জেরুজালেম শহরের আশপাশে অভিযান চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, এসব অভিযানে বেশ কয়েকজন তরুণকে আটক করা হয়েছে।
এদিকে ইসরায়েলি বিমানবাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা জোরদার করেছে। প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা পৃথক প্রতিবেদনে জানা গেছে, উত্তর গাজার বুরেইজ শরণার্থী শিবিরে, মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকায় এবং দক্ষিণের খান ইউনুসে বসতবাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।