সুন্দরবনের সেরা ১০টি রিসোর্ট: ভাড়াসহ বিস্তারিত জানুন

প্রকৃতির ছায়ায় ঘেরা সুন্দরবনের কোলঘেঁষে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন ও স্বতন্ত্র ১০টি ইকো রিসোর্ট। যারা শহরের কোলাহল থেকে কিছুদিনের জন্য নিস্তব্ধ প্রকৃতির কোলে আশ্রয় নিতে চান, তাদের জন্য এই রিসোর্টগুলো হতে পারে আদর্শ গন্তব্য। এখানে রাত্রিযাপন, ক্যানেল ক্রুজিং, বনের ভেতর হাঁটা, ডিঙি নৌকা ভ্রমণ, বারবিকিউ পার্টি ও আরও নানা ধরনের কার্যক্রমের ব্যবস্থা রয়েছে।
১. জংগলবাড়ি রিসোর্ট, সুন্দরবন
- পশুর নদীর তীরে
- প্যাকেজ: ১ রাত – ৪,৫০০ থেকে ৬,০০০ টাকা (জনপ্রতি)
- ক্যানেল ক্রুজিং, থাকা-খাওয়া, পিকআপ-ড্রপ সব অন্তর্ভুক্ত
- 01711-762407
২. বনবাস ইকো ভিলেজ
- খাঁটি গ্রাম্য পরিবেশ, বাঁশের রাস্তা, বারবিকিউ
- কটেজ: ৬,০০০ – ৭,৫০০ টাকা
- গ্রুপ প্যাকেজ: ২,৭০০ – ৫,২০০ টাকা (জনপ্রতি)
- 01897-711274
৩. বনবিবি ফরেস্ট রিসোর্ট
- ৭টি কটেজ, সুন্দরবন ভিউ
- প্রিমিয়াম কটেজ: ৩,৭০০ – ৫,০০০ টাকা (জনপ্রতি)
- প্রিমিয়াম ভিলা: ৪,১০০ – ৬,০০০ টাকা
- 01886-463232, 01869-649817
৪. ইরাবতী ইকো রিসোর্ট
- ডলফিন অভয়ারণ্য লাগোয়া
- কটেজ ভাড়া: ২,৬৫০ – ৩,৮৫০ টাকা (জনপ্রতি)
- 01404-004400
৫. বনলতা ইকো রিসোর্ট
- বিজিবি তত্ত্বাবধানে নির্মিত
- ভাড়া: ২,৫০০ – ৬,০০০ টাকা (কটেজ/ব্যক্তি ভেদে)
- 01913-811474, 01911-520625
৬. সুন্দরী ইকো রিসোর্ট
- ৭টি রুম (৬টি এসি), বড় গ্রুপের জন্য উপযুক্ত
- জনপ্রতি ভাড়া: ৫,৫০০ – ৬,০০০ টাকা
- 01765-986595
৭. গোল কানন ইকো রিসোর্ট
- নদীপথে অ্যাক্সেস, ফুল-মালা দিয়ে অভ্যর্থনা
- ১ রাত: ৩,০০০ টাকা
- ২ রাত: ৬,০০০ টাকা
- 01810-011141
৮. ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট
- ৩০টি রুম, আধুনিক সুবিধাসম্পন্ন
- রুম ভাড়া: ৪,২০০ – ৭,০০০ টাকা
- 01764-190586, 01722-109670
৯. বাদাবন ইকো রিসোর্ট
- পশুর নদীর কাছাকাছি, ইকো পরিবেশ
- ১ রাত: ৩,৫০০ টাকা
- ২ রাত: ৭,০০০ টাকা
- 01736-331515, 01926-943608
১০. বনমালী ম্যানগ্রোভ রিসোর্ট
- দাকোপের ধাংমারীতে অবস্থিত
- জনপ্রতি ভাড়া: ৩,৫০০ – ৬,৫০০ টাকা
- 01991-505070