রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৫ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ০০:০৩, ১০ আগস্ট ২০২৫

ঢাকায় ফিলিপাইন ভিসা আবেদন: নতুন ইমেল ও গুগল ফর্ম ভিত্তিক পদ্ধতি চালু

ঢাকায় ফিলিপাইন ভিসা আবেদন: নতুন ইমেল ও গুগল ফর্ম ভিত্তিক পদ্ধতি চালু

ঢাকায় বসবাসরত বাংলাদেশিরা এখন সহজেই ফিলিপাইন ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন- ঢাকায় অবস্থিত ফিলিপাইন দূতাবাস একটি কার্যকর ও সহজ পদ্ধতি চালু করেছে।

প্রক্রিয়া কীভাবে চলবে:

১. প্রথম ধাপ:
প্রয়োজনীয় তথ্য জানতে দূতাবাসে ইমেল পাঠাতে হবে: dhakape.visa@dfa.gov.ph

২. দ্বিতীয় ধাপ:
ইমেল পাঠানোর পর কিছুদিনের মধ্যে একটি রেসপন্স পাবেন। এতে লেখা থাকবে “সব স্লট বুকড আছে, চিন্তার কিছু নেই।”

এরপরে একটি ফলো-আপ মেইল আসবে- সেখানে থাকবে:

  • ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোডের লিংক
  • অ্যাপয়েন্টমেন্ট/স্লট বুক করার জন্য একটি গুগল ফর্ম লিংক

এই গুগল ফর্মে যাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য পূরণ করতে বলা হয়, সেটি মাত্র ৪ ঘণ্টা সক্রিয় থাকে- তার পর তা এক্সপায়ার হয়ে যায়।

৩. ডকুমেন্ট প্রস্তুতি ও জমা:
মেইলে একটি চেকলিস্ট থাকবে; সেই অনুযায়ী এসব ডকুমেন্ট রেডি করে রাখতে হবে:

  • পাসপোর্ট ফটোকপি (৬ মাস মেয়াদ থাকা আবশ্যক)
  • ল্যাব প্রিন্ট করা ২টি ছবি (সাইজ ২x২)
  • চাকরি থাকলে NOC ও অফিস আইডি কার্ডের ফটোকপি (Original সঙ্গে রাখতে হবে)
  • ব্যবসায় হলে ট্রেড লাইসেন্স (নোটারাইজড), ভিজিটিং কার্ড ইত্যাদি
  • ব্যাংক সলভেন্সি এবং ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (প্রতি জনের জন্য ~২ লাখ টাকা)
  • বিমা বা টিন/ট্যাক্স ফটোকপি (হয়তো হলেও সমস্যা নেই)
  • টিকেট ও হোটেল বুকিং (confirm না করলেও ভিসা সম্ভব)
  • ভিসা রিকোয়েস্ট লেটার ও ট্রাভেল আইটিনারারি (মানিলা-ভিত্তিক)
  • শিশু থাকলে তার জন্মসনদ ও পাসপোর্ট পেজের ফটোকপি
  • সম্মানিত না থাকলে স্পাউসের জন্য ম্যারেজ সার্টিফিকেট (নোটারাইজড)

৪. দুই থেকে চার দিনের মধ্যে স্লট এবং প্রধান আবেদন জমা:
সারিবদ্ধ ডকুমেন্ট ও মূল পাসপোর্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী দূতাবাসে গিয়েই আবেদন করবো- প্রায় ৩ কার্যদিবসের মধ্যে স্টিকার ভিসা পাবেন।

৫. ভিসা ফি:
বর্তমানে ফি হিসাবে নির্ধারিত হয়েছে ৫ হাজার ২৮০ টাকা (ভাঙতি নেয়ার প্রয়োজন হতে পারে।

টিপস ও গুরুত্বপূর্ণ তথ্য:

  • পুলিশ ক্লিয়ারেন্স সাধারণত প্রয়োজন হয় না; তবে দূতাবাস চাইলে দিতে হতে পারে।
  • স্পন্সর বা ইনভাইটেশন প্রয়োজন নেই সাধারণ ট্যুরিস্ট ভিসার জন্য।
  • পরিবারের এক সদস্য কেবলই অন্যান্য সদস্যদের ডকুমেন্ট জমা দিতে পারে।
  • আবেদন জমা দেয়ার পর ১০-২০ কার্যদিবসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ও পরবর্তী পদক্ষেপ জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়