রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৫ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৮, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:৪৯, ৯ আগস্ট ২০২৫

মালয়েশিয়ার এমএম২এইচ প্রোগ্রামের প্লাটিনাম ক্যাটাগরি: ২০ বছরের আবাসনের সুযোগ

মালয়েশিয়ার এমএম২এইচ প্রোগ্রামের প্লাটিনাম ক্যাটাগরি: ২০ বছরের আবাসনের সুযোগ

মালয়েশিয়া সরকার তাদের জনপ্রিয় "Malaysia My Second Home" (MM2H) প্রোগ্রামের Platinum Category-এর শর্তাবলী ও সুবিধা সম্প্রসারণ করেছে। এখন বিদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি বসবাস, শিক্ষা ও বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য হচ্ছে।

যোগ্যতা ও প্রাথমিক শর্ত

  • প্রিন্সিপাল আবেদনকারীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে
  • ১ মিলিয়ন রিঙ্গিত ফিক্সড ডিপোজিট বাধ্যতামূলক
  • প্রোগ্রামের মেয়াদ প্রাথমিকভাবে ২০ বছর (নবায়নযোগ্য)

আর্থিক সুবিধা

  • ভিসা অনুমোদনের পর ফিক্সড ডিপোজিট থেকে ৫০% অর্থ আবাসন, শিক্ষা, চিকিৎসা ও পর্যটনে ব্যবহার করা যাবে
  • Platinum Category-তে ব্যবসা করার অনুমতি রয়েছে
  • নিজ দেশ থেকে ডোমেস্টিক হেল্পার নিয়োগের সুযোগও থাকবে

প্রপার্টি কেনার নিয়ম (Gold Category তুলনা)

  • Platinum Category-তে প্রপার্টি কেনা বাধ্যতামূলক নয়
  • Gold Category-তে ২ মিলিয়ন রিঙ্গিতের বেশি মূল্যের প্রপার্টি কিনতে হয় এবং ১০ বছর বিক্রি করা যাবে না

বসবাসের বাধ্যবাধকতা

  • বছরে অন্তত ৯০ দিন মালয়েশিয়ায় বসবাস করতে হবে
  • প্রিন্সিপাল আবেদনকারী ও ডিপেন্ডেন্ট মিলিয়ে এই সময় পূরণ করা যাবে
  • উদাহরণ: আবেদনকারী ১০ দিন, ৪ জন ডিপেন্ডেন্ট গড়ে ২০ দিন থাকলেও গ্রহণযোগ্য

ডিপেন্ডেন্ট নীতি

  • স্বামী/স্ত্রী, ২১–৩৪ বছরের অবিবাহিত বায়োলজিকাল, সৎ বা দত্তক সন্তান অন্তর্ভুক্ত
  • মেডিক্যালি সার্টিফাইড প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে বয়সসীমা নেই
  • প্যারেন্ট ইন-ল’ও (শ্বশুর-শাশুড়ি) ডিপেন্ডেন্ট হতে পারবেন
  • ডিপেন্ডেন্ট পাসধারী সন্তান মালয়েশিয়ায় পড়াশোনা করতে পারবে

চিকিৎসা ও বিশেষ সুবিধা

  • লং-টার্ম মেডিক্যাল ট্রিটমেন্টের অনুমতি
  • SEZ/SFZ, Silver বা Gold Category-তে সীমাবদ্ধতা থাকলেও Platinum Category-তে ব্যবসা ও হেল্পার নিয়োগের অনুমতি রয়েছে

সর্বশেষ

জনপ্রিয়