রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৪ সফর ১৪৪৭

প্রবাসন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ০০:০৯, ৩০ জুলাই ২০২৫

কোন দেশ কী দিয়ে পরিচিত? এক নজরে বিশ্বের বৈচিত্র্য

কোন দেশ কী দিয়ে পরিচিত? এক নজরে বিশ্বের বৈচিত্র্য

পাস্তা মানেই ইতালি, আইফেল টাওয়ার মানেই ফ্রান্স-বিশ্বের প্রতিটি দেশ যেন কিছু নির্দিষ্ট বিষয় বা প্রতীকের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে তা শুনলেই মনে পড়ে যায় সেই দেশটির কথা। খাবার, সংস্কৃতি, প্রযুক্তি কিংবা প্রাকৃতিক বৈশিষ্ট্য-প্রতিটি দেশের রয়েছে আলাদা পরিচয়। চলুন, এক নজরে দেখে নিই কোন দেশ কী দিয়ে বিশ্ববাসীর কাছে পরিচিত হয়ে উঠেছে।

ইতালি- পাস্তা, পিজ্জা ও বিশ্বমানের ফ্যাশন। ইতালি মানেই  জিভে পানি আনা পাস্তা আর পিজ্জা। বিশ্বের ফ্যাশন রাজধানী মিলান এই দেশেই।

ফ্রান্স-  আইফেল টাওয়ার, পারফিউম ও প্রেমের শহর। ফ্রান্সের নাম শুনলেই চোখে ভেসে ওঠে আইফেল টাওয়ার। প্যারিসকে বলা হয় ‘প্রেমের শহর’।

জাপান-  প্রযুক্তি, সুসি ও শৃঙ্খলা। সুশৃঙ্খল জীবনযাপন ও প্রযুক্তিগত উৎকর্ষতায় জাপান বিশ্বের সেরা দেশগুলোর একটি।

চীন-  চীনের প্রাচীর, রেশম কাপড় ও উৎপাদনশীলতা। বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতার অধিকারী চীন, আজকের দিনে উৎপাদনশীলতার দিকেও অগ্রগামী।

ব্রাজিল-  ফুটবল, কার্নিভাল ও আমাজন বন। নেইমার থেকে শুরু করে রোনালদো- ফুটবলের এক বিশাল নাম ব্রাজিল। রঙিন কার্নিভাল আর বিশাল আমাজন বনও রয়েছে এই দেশেই।

কানাডা-  মেপল সিরাপ, ভদ্রতা ও প্রাকৃতিক সৌন্দর্য। প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষদের ভদ্রতা- এই দুইয়ের জন্য বিখ্যাত কানাডা।

সুইজারল্যান্ড-  চকোলেট, ঘড়ি ও ব্যাংকিং। বিশ্বমানের চকোলেট ও ঘড়ি উৎপাদনের জন্য সুইজারল্যান্ড অনন্য। ব্যাংকিং নিরাপত্তায়ও দেশের খ্যাতি বিশ্বজুড়ে।

অস্ট্রেলিয়া-  ক্যাঙ্গারু, সমুদ্র সৈকত ও সার্ফিং। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া, সাথে আছে দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও সার্ফিং কালচার।

মিশর-  পিরামিড ও প্রাচীন সভ্যতা। মিশরের পিরামিড আজও বিস্ময় জাগায়। এক সময়কার সুপ্রাচীন সভ্যতার কেন্দ্র ছিল এই দেশ।

ভারত-  মসলা, বলিউড ও বৈচিত্র্যময় সংস্কৃতি। মশলার গন্ধে ভরা রান্না, বলিউডের বর্ণিলতা এবং ভাষা-ধর্মের বৈচিত্র্যে ভারত অনন্য।

সৌদি আরব-  তেল সম্পদ ও ইসলামী ঐতিহ্য। তেলের বিশাল ভাণ্ডার আর পবিত্র মক্কা ও মদিনার কারণে সৌদি আরব মুসলিম বিশ্বের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

থাইল্যান্ড-  স্ট্রিট ফুড ও পর্যটন। রঙিন স্ট্রিট ফুড, সমুদ্র সৈকত ও মনোমুগ্ধকর টেম্পল—সব মিলিয়ে থাইল্যান্ড পর্যটকদের স্বর্গ।

দক্ষিণ কোরিয়া - কে-পপ, স্কিনকেয়ার ও প্রযুক্তি। কে-পপ কালচার, উন্নত স্কিনকেয়ার এবং প্রযুক্তিতে দক্ষিণ কোরিয়ার এগিয়ে চলা চোখে পড়ার মতো।

যুক্তরাষ্ট্র - হলিউড, ফাস্ট ফুড ও টেকনোলজির দুনিয়া। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ, যেখানে আছে হলিউড, সিলিকন ভ্যালি ও নানা বৈচিত্র্যের মানুষ।

বাংলাদেশ -  তৈরি পোশাক, সুন্দরবন ও অতিথিপরায়ণতা। বাংলাদেশের তৈরি পোশাক খাত বিশ্ববাজারে অন্যতম। আছে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবন আর বাংলার অতিথিপরায়ণ সংস্কৃতি, যা আমাদের আলাদা করে তোলে।

বিশ্ব মানেই বৈচিত্র্য। একেক দেশ একেক বৈশিষ্ট্য নিয়ে গড়ে তুলেছে নিজস্ব পরিচয়। এ বৈচিত্র্যই আমাদের পৃথিবীকে করে তোলে আরও রঙিন, আরও সুন্দর।

সর্বশেষ

জনপ্রিয়