রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৪ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৪:৫৯, ৬ জুলাই ২০২৫

ইউরোপে যাওয়ার সোনালী সুযোগ – এখন সবার হাতের মুঠোয়

ইউরোপে যাওয়ার সোনালী সুযোগ – এখন সবার হাতের মুঠোয়

অনেকে মনে করেন ইউরোপের ভিসা পাওয়া কঠিন। বাস্তবে, সঠিক প্রস্তুতি, নির্ভরযোগ্য দূতাবাস বাছাই এবং সঠিক ডকুমেন্ট জমা দিতে পারলে মাত্র থেকে ১০ কার্যদিবসে আপনি পেতে পারেন ইউরোপের বহু কাঙ্ক্ষিত শেঙ্গেন ভিসা।

শেঙ্গেন ভিসা পাওয়ার সহজ ধাপসমূহ:

. সঠিক ভিসা টাইপ নির্বাচন করুন

ট্যুরিস্ট, বিজনেস, বা ফ্যামিলি ভিজিটআপনার ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ক্যাটাগরি বেছে নিন।

. দ্রুতপ্রসেস দূতাবাস বেছে নিন

  • সহজ এবং দ্রুত: স্পেন, ইতালি, গ্রিস, লিথুয়ানিয়া, হাঙ্গেরি
  • নিষ্ঠুর সময়সাপেক্ষ: জার্মানি, ফ্রান্স

. দরকারি কাগজপত্র প্রস্তুত রাখুন

  • বৈধ পাসপোর্ট (মেয়াদ মাস+)
  • ব্যাংক স্টেটমেন্ট ( মাস), মিনিমাম - লাখ টাকা
  • চাকরির প্রমাণপত্র বা ট্রেড লাইসেন্স
  • এনআইডি, জন্মসনদ
  • হোটেল বুকিং ফ্লাইট রিজার্ভেশন
  • ট্রাভেল ইন্স্যুরেন্স (৩০,০০০ ইউরো কভার সহ)
  • ছবি, আবেদন ফর্ম

. দ্রুত অ্যাপয়েন্টমেন্ট বুক করুন

ভিএফএস বা দূতাবাসের ওয়েবসাইট থেকে অনলাইনে সময়মতো অ্যাপয়েন্টমেন্ট নিন।

. ট্রাভেল প্ল্যান ডিটেইলড করুন

  • কোথায় যাচ্ছেন
  • কোথায় থাকবেন
  • কীভাবে যাবেন
  • কতদিন থাকবেন
    একটি বাস্তবসম্মত প্ল্যান ভিসা অফিসারকে আশ্বস্ত করে।

প্রসেসিং টাইম

সব কিছু ঠিকঠাক জমা দিলে বেশিরভাগ দূতাবাস থেকে ১০ কার্যদিবসে সিদ্ধান্ত পাওয়া যায়।

এক্সট্রা টিপস:

  • কখনোই ভুয়া কাগজপত্র দেবেন না
  • ট্রাভেল হিস্টোরি থাকলে (যেমন দুবাই, থাইল্যান্ড) ভিসা পাওয়ার সুযোগ বেড়ে যায়
  • সহজ দেশে ভ্রমণ করে শেঙ্গেনের জন্য নিজের প্রোফাইল শক্ত করুন

সর্বশেষ

জনপ্রিয়