রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৪ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:১২, ৮ জুলাই ২০২৫

সাজেক ট্রিপের আগে জেনে নিন ১৫টি সেরা রিসোর্ট ও কটেজের খুঁটিনাটি

সাজেক ট্রিপের আগে জেনে নিন ১৫টি সেরা রিসোর্ট ও কটেজের খুঁটিনাটি

বর্ষা, শরৎ ও হেমন্ত—এই তিন ঋতুতে সাজেক যেন প্রকৃতির গায়ে জড়ানো একখণ্ড মেঘের চাদর। চারদিকের নীল পাহাড়, সবুজ বন আর উঁচু-নিচু রাস্তায় ঘেরা সাজেক ভ্রমণ যেন হয়ে ওঠে জীবনভর মনে রাখার মতো অভিজ্ঞতা। তবে এত সৌন্দর্যের মাঝে থাকবেন কোথায়? পর্যটকের ভিড়ে ভালো মানের রিসোর্ট পেতে সমস্যা হতেই পারে।

এই চিন্তা দূর করতেই সাজেকের সেরা ১৫টি রিসোর্ট ও কটেজের বিস্তারিত তালিকা তুলে ধরা হলো—খরচ, সুবিধা ও যোগাযোগ নম্বরসহ।

১। রিসোর্ট রুংরাং: কাপল রুম ২৫০০–৩০০০ টাকা, ডাবল রুম ৩০০০–৩৫০০ টাকা।

01884710723, 01869649817

২। সাজেক রিসোর্ট (সেনাবাহিনী পরিচালিত): ভাড়া ১০,০০০–১৫,০০০ টাকা।

01859025694, 01847070395, 01769302370

৩। রুন্ময় রিসোর্ট: দোতলা রুম ৪৯৫০ টাকা, নিচতলা ৪৪৫০ টাকা।

0186547688

৪। মেঘপুঞ্জি রিসোর্ট: কটেজ ভাড়া ৫০০০–৬০০০ টাকা।

01815761065

৫। মেঘ মাচাং রিসোর্ট: বাঁশ ও কাঠের কটেজ ৩৫০০–৪৫০০ টাকা।

01822168877

৬। লুসাই কটেজ: বিভিন্ন রুমের ভাড়া ২৫০০–৪০০০ টাকা।

01634198005

৭। জুম ঘর ইকো রিসোর্ট: ফ্যামিলি রুম ৪০০০ টাকা, প্রতিটি রুমে ৪ জন থাকতে পারেন।

 01884208060

৮। সাম্পারি রিসোর্ট: কাপল কটেজ ৩৫০০ টাকা, তিন বেড রুম ৪৫০০ টাকা।

01849889055, 01835538083, 01869157666

৯। আদ্রিকা ইকো রিসোর্ট: ২টি রুম, ভাড়া ৩৫০০–৪০০০ টাকা।

 পরিচালনা: ট্রাভেল গ্রুপ বিডি

১০। ম্যাডভেঞ্চার রিসোর্ট : প্রিমিয়াম কাপল রুমের ভাড়া ৪,০০০ টাকা, ডাবল ক্লাসিক রুমের ভাড়া ৩,৫০০ টাকা।

01885-424242।

১১। ট্রিনিটি রিসোর্ট: কাপল রুমের ভাড়া ৪,০০০ টাকা, ছুটির দিনে ভাড়া ৪,৫০০ টাকা।

01869-232224

১২। ফদাং থাং রিসোর্ট: রুমের ভাড়া ৪,০০০ টাকা এবং প্রিমিয়াম রুমের ভাড়া ৪,৫০০ টাকা

01817722572

১৩। ছায়ানীড় ইকো রিসোর্ট: ভাড়া ৪,০০০ টাকা, এবং অন্যান্য দিনে ৩,৫০০ টাকা।ছুটির দিনে ভাড়া ৩,৫০০ টাকা এবং অন্য দিনগুলোতে ৩,০০০ ছুটির দিনে ভাড়া ৩,৫০০ টাকা এবং অন্য দিনগুলোতে ৩,০০০ টাকা

01881-164864

১৪। চাঁদের বাড়ি রিসোর্ট: ভাড়া ৪,০০০ টাকা, ৩,৫০০ টাকা। ছুটির দিনে ভাড়া ৩,৫০০ টাকা এবং অন্য দিনগুলোতে ৩,০০০ টাকা।

01862-643860

১৫। সুমুই ইকো-কটেজ: ভাড়া ৪,০০০ টাকা

01880-908448

সাজেকে খাবারদাবার কীভাবে?

সাজেকে বিভিন্ন রিসোর্টে রয়েছে নিজস্ব খাবারের ব্যবস্থা। মেনুতে সাধারণত পাওয়া যায়:

  • গরম ভাত, মুরগির ঝোল, ডিম ভাজি, সবজি
  • রাতের খাবারে বার-বি-কিউ বুফে ডিনার (বেশিরভাগ রিসোর্টে প্রি-অর্ডার দিতে হয়)
  • সকালের ব্রেকফাস্ট: পরোটা, ডিম, কলা, চা

কী সুবিধা পাবেন এসব রিসোর্টে?

  • চমৎকার রুমসজ্জা ইন্টেরিয়র
  • প্রাইভেট বেলকনি থেকে হিল ভিউ
  • ২৪ ঘণ্টা পানি বিদ্যুৎ
  • রুম সার্ভিস
  • নিরাপত্তা ব্যবস্থা
  • বার-বি-কিউ ক্যাম্পফায়ার আয়োজন
  • ফ্রি ওয়াই-ফাই (কিছু রিসোর্টে)
  • ট্রান্সপোর্ট গাইড সাপোর্ট

সাজেক ট্রিপে গুরুত্বপূর্ণ টিপস:

  • ভ্রমণের আগে রিসোর্টে অগ্রিম বুকিং করা আবশ্যক, বিশেষ করে ছুটির দিনে।
  • খাবার বার-বি-কিউয়ের অর্ডার আগেই জানিয়ে দিন।
  • মোবাইল নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া নাও যেতে পারেগ্রামীণ রবি তুলনামূলক ভালো।
  • পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

সর্বশেষ

জনপ্রিয়