শনিবার , ০৯ আগস্ট ২০২৫
Saturday , 09 August 2025
১৩ সফর ১৪৪৭

প্রকাশিত: ২৩:০০, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:০১, ৮ আগস্ট ২০২৫

নির্বাচন ও সংস্কার পরিকল্পনা নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান

নির্বাচন ও সংস্কার পরিকল্পনা নিয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান

গণ-অভ্যুত্থানের পর থেকে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিএনপি। জাতীয় নির্বাচন, সংস্কার পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার ভাবনা নিয়ে বিদেশি কূটনীতিক ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতারসহ বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠক করছেন। এসব বৈঠকে নির্বাচন, সরকার গঠন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং জনগণকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তারেক রহমানের প্রায় দুই ঘণ্টার বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে কথা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছে।

এর আগে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন কাতারের এক মন্ত্রী, ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কমনওয়েলথের ইন্দোপ্যাসিফিক বিষয়ক আন্ডারসেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস প্রমুখ। বিদেশি প্রতিনিধিরা বিএনপির ৩১ দফা সংস্কার পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার নীতিমালা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।

বিশ্লেষকরা বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তাই বিদেশিরা এখন থেকেই বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থনীতি, কূটনীতি ও অভ্যন্তরীণ শাসন কাঠামো সম্পর্কে জানতে চাইছেন। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদ মনে করেন, এটি বিএনপির জন্য ইতিবাচক কূটনৈতিক যোগাযোগের সুযোগ।

অন্যদিকে, গত এক বছরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র নেতারা যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, রাশিয়া, জাপানসহ ২২টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল চীন সফর করে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে।

বিএনপি নেতাদের মতে, ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলে প্রত্যাশা তৈরি হয়েছে যে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরবে।

সর্বশেষ

জনপ্রিয়