শনিবার , ০৯ আগস্ট ২০২৫
Saturday , 09 August 2025
১৩ সফর ১৪৪৭

খেলা ডেস্ক

প্রকাশিত: ২২:৫১, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৫১, ৮ আগস্ট ২০২৫

এক বছরে ক্রীড়াঙ্গনে পরিবর্তন-উথালপাথাল, কাঠামোগত সংস্কার এখনো অধরা

এক বছরে ক্রীড়াঙ্গনে পরিবর্তন-উথালপাথাল, কাঠামোগত সংস্কার এখনো অধরা

এক বছরে ক্রীড়াঙ্গনে পরিবর্তন-উথালপাথাল, কাঠামোগত সংস্কার এখনো অধরা

খেলোয়াড়ি জীবন শেষে সাবেক ক্রীড়াবিদদের রাজনীতি, ব্যবসা বা সরকারি সফরসঙ্গী হওয়ার ঘটনা নতুন নয়। তবে খেলার মাঠে সক্রিয় অবস্থায় সরকার প্রধানের সফরসঙ্গী হওয়ার নজির অতীতে ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরে দুইজন ফুটবলার ও একজন ক্রিকেটার অংশ নেন। তারা বিশ্বমানের ক্রীড়া স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি কাতার ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত এক বছরে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দল ও পাকিস্তান সিরিজজয়ী জাতীয় ক্রিকেট দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দেন এক কোটি টাকার বোনাসের, যা এক সপ্তাহের মধ্যে প্রদান করা হয়। পরে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এশিয়া কাপ জয় এবং অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপে খেলার সাফল্যে প্রত্যেককে অর্ধকোটি টাকা পুরস্কার দেওয়া হয়। এশিয়া কাপ ফুটবলের মূলপর্বে জায়গা পাওয়া নারী দলকেও ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করা হয়।

৫ আগস্টের পর আত্মগোপনে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে ফারুক আহমেদ দায়িত্ব নেন। তবে নয় মাস পর তাকেও অব্যাহতি দিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবল-ক্রিকেট বাদে প্রায় সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটি নতুন করে গঠন করেছে। তিনটি অ্যাসোসিয়েশন (প্যারা আরচ্যারি, খিউকুশিন কারাতে, ঘুড়ি) একীভূত করা হয়েছে। তবে মহিলা ক্রীড়া সংস্থার কমিটি এখনো ঘোষণা হয়নি।

কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন নিয়ে সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি। আরচ্যারি ফেডারেশনেও সম্পাদক নিয়োগ নিয়ে মতবিরোধ হয়, যা পরে পরিবর্তন করা হয়।

২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব স্থানীয় ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয়। তবে চার জেলা ও পাঁচ বিভাগে এখনো কমিটি হয়নি।

এক বছর পার হলেও কাঠামোগত সংস্কার হয়নি। সার্চ কমিটি মূলত অ্যাডহক কমিটি গঠনে সময় ব্যয় করায় নীতিমালা সংস্কারের পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারেনি। এখন নতুন কমিটি গঠন করে সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে কিছু খেলাকে একীভূত বা বাতিল করা, একই পদে মেয়াদসীমা নির্ধারণ এবং রাজনৈতিক প্রভাব কমানোর প্রস্তাব রয়েছে।

কিছু কর্মকর্তা চাকরিচ্যুত, বদলি বা বদলির শিকার হয়েছেন; আবার দীর্ঘদিন আটকে থাকা পদোন্নতি ও নিয়োগ সম্পন্ন হয়েছে। তদারকি বাড়লেও ফুটবল ও ক্রিকেট কর্তৃপক্ষ জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা মানছে না বলে অভিযোগ আছে।

বিসিবি ও বাফুফেসহ ক্রীড়াঙ্গনের আর্থিক অনিয়ম নিয়ে শ্বেতপত্রের দাবি থাকলেও তা বাস্তবায়িত হয়নি। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ অনিয়ম খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ফলাফল প্রকাশ পায়নি। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও পুরনো অভিযোগ নিয়ে মন্তব্য করতে অনিচ্ছুক।

ক্রীড়াঙ্গনে এক বছরের পরিবর্তন মুখ্যত কমিটি বদল ও পদ পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও প্রকৃত কাঠামোগত সংস্কার এখনো অনিশ্চিত।

সর্বশেষ

জনপ্রিয়