শনিবার , ০৯ আগস্ট ২০২৫
Saturday , 09 August 2025
১৩ সফর ১৪৪৭

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:০৫, ৮ আগস্ট ২০২৫

এআই অপব্যবহার রোধে কঠোর আইন ও সচেতনতার আহ্বান মেহজাবীনের

এআই অপব্যবহার রোধে কঠোর আইন ও সচেতনতার আহ্বান মেহজাবীনের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে এর অপব্যবহারও বাড়ছে। বিশেষ করে সেলিব্রিটি ও নারীদের ছবি ও ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এ পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা অনেকেই এর ভালো দিক নিয়ে আশাবাদী, কিন্তু এর অন্ধকার দিক অস্বীকার করার সুযোগ নেই। এআই বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি, কিন্তু ভুল মানুষের হাতে পড়লে এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

মেহজাবীন অভিযোগ করেন, এখন অনেকেই এআই ব্যবহার করে সেলিব্রিটি ও নারীদের ছবি ও ভিডিও বিকৃত করছে, যা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ছে। “যারা বুঝতে পারে না এগুলো ভুয়া, তারা বিশ্বাস করে, মন্তব্য করে এবং অপমান করে- বলেন তিনি।

এ ধরণের কার্যক্রমকে ‘অপরাধ’ উল্লেখ করে মেহজাবীন বলেন, এটা এখন নিত্যদিনের ঘটনা। অনেকেই সারাদিন এসব করে ভুল তথ্য ছড়ায়, বিভ্রান্তি তৈরি করে এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে। এটা শুধু অনৈতিক নয়, বরং একেবারে অপরাধ।

তিনি এ ধরনের কর্মকাণ্ডকে ডিজিটাল সহিংসতা হিসেবে আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর আইন, শক্ত প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তার ভাষায়, এআই থামানো যাবে না, কিন্তু এর অপব্যবহার রোধ করা জরুরি। যারা এসব করে, তাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।

নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক অনলাইন পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করে মেহজাবীন চৌধুরী বলেন, আশা করি, আমাদের দেশে দ্রুত এমন নিয়ম-কানুন ও শাস্তির ব্যবস্থা হবে, যা সবাই বিশেষ করে নারীদের সুরক্ষা নিশ্চিত করবে।
 

সর্বশেষ

জনপ্রিয়