শনিবার , ০৯ আগস্ট ২০২৫
Saturday , 09 August 2025
১৩ সফর ১৪৪৭

প্রবাসন প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৮, ৮ আগস্ট ২০২৫

অন্তর্বর্তী সরকারের এক বছর: সাফল্য-ব্যর্থতার মিশ্র চিত্র

অন্তর্বর্তী সরকারের এক বছর: সাফল্য-ব্যর্থতার মিশ্র চিত্র

গণ-অভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পূর্তিতে অর্থনীতি, বিচার সংস্কার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশংসা ও সমালোচনা- উভয় দিকই সামনে এসেছে।

২০২৪ সালের ৮ আগস্ট গঠিত এই সরকার সংস্কার, বিচার ও নির্বাচন আয়োজন- এই তিনটি বড় দায়িত্বের পাশাপাশি ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করার চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য ব্যাংক, বাজার ও রিজার্ভ পরিস্থিতি সামাল দেওয়ায় সরকার কৃতিত্ব পাচ্ছে। তবে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে।

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, কঠিন পরিস্থিতি থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টাকার পতন রোধ, বাজেট ঘাটতি সামাল এবং বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনার ক্ষেত্রে সরকার সফল হয়েছে। রেমিট্যান্স বৃদ্ধি, রপ্তানি অব্যাহত রাখা এবং পুরনো বৈদেশিক ঋণ পরিশোধকেও তিনি ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন।

তবে ব্যক্তি খাতে বিনিয়োগ না বাড়া, কর্মসংস্থানের সংকট এবং মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতির অভাবকে বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিচার, সংস্কার ও নির্বাচনে কিছু ইতিবাচক অগ্রগতি দেখলেও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, ঢালাও মামলা ও বিচারকেন্দ্রিক অনিয়ম- যেমন মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য- প্রায় স্বাভাবিক রূপ পেয়েছে।

তিনি অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নে গড়িমসি করছে সরকার। মৌলিক সংস্কারের বদলে ‘পিক অ্যান্ড চুজ’ পদ্ধতিতে কিছু ছোটখাটো সুপারিশ বাস্তবায়ন হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক জোবাইদা নাসরীন মনে করেন, সরকার মব ভায়োলেন্স দমনের আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং অনেক ক্ষেত্রে এটি বৈধতা পেয়েছে বলে মনে হয়েছে।

তবে সরকারের দাবি, মব ভায়োলেন্সে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং সেনাবাহিনীকে মেজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আইনশৃঙ্খলা উন্নত করার চেষ্টা চলছে।

সব মিলিয়ে, অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে অর্থনৈতিক স্থিতিশীলতার সাফল্যের পাশাপাশি বিচার প্রক্রিয়া, বিনিয়োগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়