প্রথম তিন ঘণ্টায় কোন কেন্দ্রে কত ভোট পড়ল?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল থেকেই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। মাত্র তিন ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ। অনেক হলে ভোটের হার এর চেয়েও বেশি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন এ তথ্য।
সিনেট ভবন কেন্দ্রে সকাল ১০টার মধ্যে ভোট পড়েছে আনুমানিক ১ হাজার ১০০। রিটার্নিং কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম জানান, এখানে মোট ভোটার ২ হাজার ৪৩ জন। বুথ ৪০টি আর টেবিল রয়েছে ৭টি। শিক্ষার্থীদের উপস্থিতি ভালো থাকায় সবাই ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি হলের ভোট হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা কাজী মোশতাক গাউসুল হক জানান, জগন্নাথ হলে ইতোমধ্যেই প্রায় ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে, যা প্রায় এক হাজারের কাছাকাছি। মোট ভোটার ২ হাজার ২২৫। এখনও দীর্ঘ লাইন রয়েছে হলে। সলিমুল্লাহ মুসলিম হলে ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ (২০০ জনের বেশি)। সার্জেন্ট জহুরুল হক হলে ভোটের হার দাঁড়িয়েছে প্রায় ৪০ শতাংশ, যা ৮০০-এর কাছাকাছি।
এদিকে টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের শিক্ষার্থীরা ভোট দেন। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা জানান, সকাল ১১টা পর্যন্ত এ হলে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। ৫ হাজার ৬০০ ভোটারের হলে তখনও লম্বা লাইন দেখা যাচ্ছিল।
ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সুফিয়া কামাল হলের ভোটের হার সবচেয়ে বেশি। উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম জানান, সকাল ১১টার মধ্যে এ হলে প্রায় ৬০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ভোটার সংখ্যা ৪৪৩ জন হওয়ায় অংশগ্রহণও উল্লেখযোগ্য।