বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
Wednesday , 10 September 2025
১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর ভোটগ্রহণ সম্পন্ন, অপেক্ষা ফলাফলের

ডাকসুর ভোটগ্রহণ সম্পন্ন, অপেক্ষা ফলাফলের
ছবি: সংগৃহীত

বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪০ হাজার শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এবার গণনা শেষে ফলাফল ঘোষণার অপেক্ষায় সবাই।  

নানা আলোচনা-সমালোচনা ও আইনি প্রক্রিয়া শেষে এ নির্বাচন পুরো দেশজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনের পূর্বে এ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিভিন্ন হিসাবনিকাশ ও বিচার-বিশ্লেষণ। তবে গত ১৫ দিনে নানা শঙ্কা কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন ঢাকা বিশেবিদ্যালয় (ঢাবি) প্রশাসন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র আটবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরধ্যে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।

এবারের ডাকসু নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় ৪০ হাজার। ভোটাররা আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট প্রদান করেন। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন। সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হইয়।

সর্বশেষ

জনপ্রিয়