জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহীদ মিনারে

নতুন সংবিধান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ২৪ দফা রাজনৈতিক ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার পাঠ করেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, এই ইশতেহার দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রস্তুত করা হয়েছে, যেখানে জনগণের সক্রিয় অংশগ্রহণ, বিচার ও প্রশাসনের স্বাধীনতা, মানবাধিকার এবং প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ঘোষিত ২৪ দফা ইশতেহারগুলো হলো- (১)নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র (২)জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার (৩)গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার (৪)ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার (৫)সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন (৬) জনবান্ধব আইনশৃঙ্খলা বাহিনী (৭) গ্রাম পার্লামেন্ট ও শক্তিশালী স্থানীয় সরকার (৮)স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজ (৯) সার্বজনীন স্বাস্থ্যসেবা (১০) জাতিগঠনে শিক্ষানীতি (১১) গবেষণা, উদ্ভাবন ও আইটি বিপ্লব (১২) ধর্ম ও জাতিসত্তার মর্যাদা রক্ষা (১৩) নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন (১৪) মানবকেন্দ্রিক কল্যাণমুখী অর্থনীতি (১৫) তারুণ্য ও কর্মসংস্থানের অগ্রাধিকার (১৬) বহুমুখী বাণিজ্য ও শিল্পনীতি (১৭) টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা (১৮) শ্রমিক ও কৃষকের অধিকার (১৯) জাতীয় সম্পদের সুশাসন (২০) আধুনিক নগরায়ন, পরিবহন ও আবাসন (২১) জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা (২২) প্রবাসী বাংলাদেশিদের মর্যাদা ও অধিকার (২৩) বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি (২৪) আধুনিক জাতীয় প্রতিরক্ষা কৌশল।
নাহিদ ইসলাম বলেন, এই ২৪ দফা হলো একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। আমরা দ্বিতীয় প্রজাতন্ত্রের যাত্রা শুরু করছি জনগণের শক্তিতে।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক বিশ্লেষক এবং তরুণ প্রজন্মের সদস্যরাও উপস্থিত ছিলেন।