বাংলাদেশ ব্যাংকে তারুণ্যের উৎসবে বৃক্ষরোপণ

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নিজ হাতে একটি বৃক্ষ রোপণ করেন।
অনুষ্ঠানটি শনিবার (৩ আগস্ট) ব্যাংক ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরগণ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) এর প্রধান এবং ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সচেতনতা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারুণ্যের শক্তিকে উদযাপন করার পাশাপাশি এই উৎসবের মাধ্যমে কর্মীদের মাঝে টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব চিন্তাধারার বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রতিটি তরুণের মধ্যে একটি বৃক্ষের মতো সম্ভাবনা লুকিয়ে থাকে। সেই সম্ভাবনার পরিচর্যা করলেই একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।