মবের দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ?

বাংলাদেশ ক্রমশ ‘মবের মুল্লুকে’ পরিণত হচ্ছে বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষক, মানবাধিকার কর্মী ও আইন প্রয়োগকারী সংস্থার সাবেক কর্মকর্তারা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর সম্প্রতি প্রকাশ্যে চালানো নিষ্ঠুর মব হামলা এই উদ্বেগকে আরও তীব্র করেছে।
গত রবিবার (২২ জুন) বিকেলে উত্তরার নিজ বাসভবনের সামনে বীর মুক্তিযোদ্ধা ও ২০১৮ সালের নির্বাচনের সময়কার সিইসি নূরুল হুদার ওপর চালানো হয় মর্মান্তিক মব হামলা। একদল লোক তার বাসায় ঢুকে তাকে জোর করে বের করে আনে। বাসার সামনে প্রকাশ্যে তার গলায় জুতার মালা পরানো হয় এবং তাকে জুতাপেটা করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা টি-শার্ট ও লুঙ্গি পরা নূরুল হুদাকে ঘিরে রাখা একদল লোক তাকে অপমান করছে, কেউ কেউ জুতা দিয়ে আঘাত করছে এবং ডিম ছুঁড়ে মারছে। আশ্চর্যজনকভাবে, এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনও হস্তক্ষেপ করেনি। এই হেনস্তা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে।
হামলার দিনই (২২ জুন সকালে) বিএনপি শেরে বাংলা নগর থানায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সাবেক তিন সিইসিসহ মোট ২৪ জনের বিরুদ্ধে ভোটারবিহীন ও রাতের ভোটের অভিযোগে মামলা করে। মব হামলার পর একই মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়। হামলার পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক বিবৃতিতে ঘটনাটিকে “বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ” বলে উল্লেখ করে নিন্দা জানানো হয়।
নূরুল হুদার ঘটনা বিচ্ছিন্ন নয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশজুড়ে মব সন্ত্রাসের একটি ভয়াবহ ধারা চলছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-র তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত মাত্র ৯ মাসে মব সন্ত্রাসের ২০২টি ঘটনায় ১৬৫ জন নিহত এবং ২০২ জন আহত হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক) জানায়, চলতি বছরের প্রথম প্রায় ছয় মাসেই (২৩ জুন পর্যন্ত) মব হামলায় ৮৩ জন প্রাণ হারিয়েছেন।
সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নূরুল হুদা বলেন, পুলিশের সেখানে আরও শক্তি নিয়ে হস্তক্ষেপ করা উচিত ছিল। তিনি বলেন, অপরাধের বিচার আদালতে হওয়া উচিত, মব সন্ত্রাসে নয়।
এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সরকারের নেওয়া ব্যবস্থা অপ্রতুল এবং দৃষ্টান্তমূলক শাস্তির অভাব রয়েছে। আসকের সাবেক নির্বাহী পরিচালক নূর খান কঠোর ভাষায় বলেন, “আগে ছিল মগের মুল্লুক, এখন দেশটা মবের মুল্লুকে পরিণত হয়েছে।”