বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৪ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:২৮, ১৬ আগস্ট ২০২৫

 রাজশাহীতে কোচিং সেন্টারে অভিযান, অস্ত্র-বোমা তৈরির সরঞ্জামসহ আট

 রাজশাহীতে কোচিং সেন্টারে অভিযান, অস্ত্র-বোমা তৈরির সরঞ্জামসহ আট

রাজশাহী নগরের কাদিরগঞ্জে ‘ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযানকালে ওই কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

 

শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়, শেষ হয় দুপুর আড়াইটার দিকে। এসময় আটক হন মোন্তাসেবুল আলম অনিন্দ নামের এক তরুণ, তিনি একজন ইংরেজি শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক। এছাড়াও মো. রবিন ও মো. ফয়সাল নামের আরো দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আটক অনিন্দ কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। তবে পরে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান।

অনিন্দর বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যদিও এখনো পর্যন্ত যৌথ বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

শনিবার দুপুরে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন দেশি ও বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক বোমা তৈরির সরঞ্জামাদি, ছয়টি কম্পিউটার সেট, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ এবং এগারোটি নাইট্রোজেন কার্টিজ। এগুলো তাজা অবস্থায় থাকায় পরে বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে- আটক মোন্তাসেবুল আলম অনিন্দ রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো এরইমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়