বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১০ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯, ২৭ জুলাই ২০২৫

ভ্রমণ ভিসায় কর্মী পাঠানোর প্রতারণা বেড়েই চলেছে

ভ্রমণ ভিসায় কর্মী পাঠানোর প্রতারণা বেড়েই চলেছে
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ার মোজাফফর আহমদের গল্পটা হৃদয়বিদারক। মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ভ্রমণ ভিসায় পাড়ি জমান তিনি। দালাল চার লাখ ৮০ হাজার টাকা নেয় তাঁর কাছ থেকে। প্রতিশ্রুতি ছিল ভ্রমণ ভিসা দিয়েই পরবর্তীতে কর্মী ভিসায় রূপান্তরের। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নির্যাতন আর হয়রানির শিকার হয়ে আরও এক লাখ ২০ হাজার টাকা পাঠাতে হয় পরিবারের কাছ থেকে। তবুও মুক্তি মেলেনি। শেষ পর্যন্ত তিন মাসের কারাভোগ শেষে দেশে ফিরতে হয়েছে তাঁকে। আজ তিনি নিঃস্ব, দেনায় জর্জরিত।

মোজাফফরের মতো ভুক্তভোগীর সংখ্যা বাড়ছেই। মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ থাকায় দেশটির পথে ঘুরপথে পাড়ি জমানোর প্রবণতা বেড়েছে। দালাল চক্রগুলো ভ্রমণ ভিসাকে হাতিয়ার বানিয়ে মানবপাচারের ফাঁদ পেতেছে। গত সাত মাসে অন্তত ৪২৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, যাঁদের মধ্যে ৩৫৬ জন কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই ফিরেছেন। বাকি ৭০ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়ে সাজা ভোগের পর দেশে ফেরত এসেছেন।

তদন্তে জানা যায়, এসব কর্মীদের অনেকেই ভুয়া আমন্ত্রণপত্র, সন্দেহজনক হোটেল বুকিং ও পর্যাপ্ত অর্থ ছাড়াই প্রবেশের চেষ্টা করছিলেন। সন্দেহজনক আচরণে ধরা পড়েই তাঁদের আটক করে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। গত ২৫ জুলাই-এমনই এক অভিযানে ২০৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়া হয়।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ প্রবেশ ঠেকাতে হলে প্রথমেই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে হবে। কিন্তু ‘সিন্ডিকেট’ সংক্রান্ত জটিলতায় সেটি সম্ভব হচ্ছে না। এ বিষয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, "যদি চুক্তি পরিবর্তন না হয়, আমাদের হয়তো মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রাখতে হবে।"

আগামী ১১ আগস্ট মালয়েশিয়ায় সফর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তখন শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে।
 

সর্বশেষ

জনপ্রিয়