বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৪ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২০:৩২, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৩৪, ১৮ আগস্ট ২০২৫

প্র্যাকটিস বন্ধ, ক্রিকেটারদের সঙ্গে ‘জরুরি বৈঠকে’ বসছেন বিসিবি সভাপতি

প্র্যাকটিস বন্ধ, ক্রিকেটারদের সঙ্গে ‘জরুরি বৈঠকে’ বসছেন বিসিবি সভাপতি

ফিটনেস ক্যাম্প শেষে এশিয়া কাপের প্রস্তুতিমূলক অনুশীলন শুরু হলেও হঠাৎ করেই তা বন্ধ রাখা হয়েছে। কারণ হিসেবে জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ‘জরুরি বৈঠকে বসবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বোর্ড সভাপতির।

এ উপলক্ষ্যে সোমবারও (১৮ আগস্ট) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিসিবি সভাপতি।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ আগস্ট থেকে সিলেটে শুরু হয় বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প। যা ১৩ আগস্ট মধ্যে শেষ হয়েছে। মাঝে একদিনের বিরতি দিয়ে ১৫ আগস্ট দুপুর থেকে ফের মাঠে নামেন টাইগাররা। গেল কয়েক দিন ঢাকায় স্কিল অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সোমবারও (১৮ আগস্ট) অনুশীলন করার কথা ছিল সেটি ইতোমধ্যে বাতিল করা হয়েছে ওই বৈঠকের কারণে।

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা যাচ্ছে, ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিসিবি সভাপতি। প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন। 

 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, জরুরি এ বৈঠকে উপস্থিত থাকবেন বোর্ড পরিচালকরাও। আর বৈঠক শেষে সন্ধ্যার ফ্লাইটেই সিলেটের বিমান ধরবেন ক্রিকেটাররা।

চায়ের নগরীতে অনুশীলন শেষে আগামী ২০ আগস্ট থেকে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপ সাসনে রেখে লাক্কাতুরায় আবার অনুশীলন শুরু হবে টাইগারদের।

এর আগে গত ১৫ আগস্ট দুপুর ২টা থেকে শুরু হয় লিটন কুমার দাসদের মূল অনুশীলন। সেদিনই প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেন ক্রিকেটাররা।

সর্বশেষ

জনপ্রিয়