ঢাকায় আজকে দিনের কর্মসূচি

ঢাকায় বুধবার রাজধানীতে বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের যে সব কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টার কর্মসূচি:
- সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বেলা ১১টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় তিনি অংশ নেবেন।
- বেলা সোয়া ১১টায় তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও উপস্থিত থাকবেন।
বিএনপির কর্মসূচি:
- বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের করা হবে। এর উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
- বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে ১২ দলীয় জোটের যোগদান অনুষ্ঠান রয়েছে।
জামায়াতের কর্মসূচি:
- রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।