বুধবার , ০৬ আগস্ট ২০২৫
Wednesday , 06 August 2025
১০ সফর ১৪৪৭

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২২:০৫, ৫ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র: সিলেট থেকে বিশেষ ট্রেনে এল ৬০ জন

জুলাই ঘোষণাপত্র: সিলেট থেকে বিশেষ ট্রেনে এল ৬০ জন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে সরকারের ভাড়া করা বিশেষ ট্রেন সিলেট থেকে ঢাকায় এসেছে ৫০৬০ জন যাত্রী। সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. নুরুল ইসলাম জানান, ৫৪৮ আসনের ওই ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ছয়টার দিকে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনতে মোট আট জোড়া ট্রেন ভাড়া করে সরকার। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। ট্রেনগুলো পরিচালনা করতে সরকারের খরচ হবে ৩০ লাখ ৪৫ হাজার ৯৩৯ টাকা।

রেলওয়ের তথ্য বলছে, সিলেট থেকে যে ট্রেনটি বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিতে মোট বগির সংখ্যা ১১। এটি ভাড়া করতে সরকারের খরচ হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৩৯৮ টাকা।

সিলেট রেলস্টেশন কর্তৃপক্ষ আরও জানায়, সিলেট থেকে ছাড়া বিশেষ ট্রেনটিতে যাত্রীদের বাইরেও কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। ট্রেনটি ঢাকায় আসার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ব্রাহ্মণবাড়িয়া সহ আরও তিনটি স্টেশন থেকে যাত্রী তোলার কথা।

 

ট্রেনটি যাত্রীদের নিয়ে মঙ্গলবার দুপুর ১টা ৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায়। আর এটি কমলাপুর স্টেশন থেকে রাত ৯টায় আবার সিলেটের উদ্দেশে যাত্রা করবে। ভোর সাড়ে চারটার দিকে ট্রেনটির সিলেট স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়