রোববার , ১০ আগস্ট ২০২৫
Sunday , 10 August 2025
১৫ সফর ১৪৪৭

প্রবাসন ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ২৫ জুলাই ২০২৫

আপডেট: ২০:৪১, ২৫ জুলাই ২০২৫

বিশ্বজুড়ে ২৯টি স্কলারশিপে মিলছে টিউশন ফি থেকে বিমান ভাড়ার সম্পূর্ণ সুবিধা

বিশ্বজুড়ে ২৯টি স্কলারশিপে মিলছে টিউশন ফি থেকে বিমান ভাড়ার সম্পূর্ণ সুবিধা

বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্নই বিদেশে উচ্চশিক্ষা অর্জন। তবে সেই স্বপ্নে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষা ও জীবনযাত্রার খরচ। এই বাধা দূর করতে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির (স্কলারশিপ) সুযোগ দিচ্ছে।

এই স্কলারশিপগুলো শুধুমাত্র টিউশন ফি নয়, বরং বিমান ভাড়া, আবাসন, যাতায়াত খরচসহ সকল ব্যয় বহন করে থাকে।

তবে এসব স্কলারশিপ অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় প্রয়োজন যথাযথ প্রস্তুতি, সময়মতো আবেদন এবং পর্যাপ্ত তথ্য সংগ্রহ।

সবচেয়ে জনপ্রিয় ২৯টি স্কলারশিপের তালিকা ও অফিসিয়াল ওয়েবসাইট:
১. ফুলব্রাইট (যুক্তরাষ্ট্র): foreign.fulbrightonline.org
২. চেভেনিং (যুক্তরাজ্য): chevening.org
৩. DAAD (জার্মানি): daad.de
৪. ইরাসমুস মুন্ডাস (ইউরোপ): eacea.ec.europa.eu
৫. MEXT (জাপান): studyinjapan.go.jp
৬. CSC (চীন): csc.edu.cn
৭. কমনওয়েলথ (যুক্তরাজ্য): cscuk.fcdo.gov.uk
৮. গেটস কেমব্রিজ (যুক্তরাজ্য): gatescambridge.org
৯. রোডস (অক্সফোর্ড): rhodeshouse.ox.ac.uk
১০. সুইস এক্সিলেন্স (সুইজারল্যান্ড): sbfi.admin.ch
১১. হল্যান্ড স্কলারশিপ: studyinnl.org
১২. অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস: dfat.gov.au
১৩. নিউজিল্যান্ড: studywithnewzealand.govt.nz
১৪. ক্ল্যারেনডন (অক্সফোর্ড): ox.ac.uk/clarendon
১৫. সিঙ্গাপুর (SGUS): moe.gov.sg
১৬. ভ্যানিয়ার (কানাডা): vanier.gc.ca
১৭. গেটস ফাউন্ডেশন: gatesfoundation.org
১৮. আডা লাভলেস (নারীদের জন্য): adalovelaceinstitute.org
১৯. গুগল স্কলারশিপ: microsoft.com/research
২০. মাইক্রোসফট রিসার্চ: microsoft.com/research
২১. রাশিয়া: russia.study
২২. শেভেনিং (বাংলাদেশ): chevening.org
২৩. ইতালি: esteri.it
২৪. তুরস্ক (তুর্কি বুর্সলারি): turkiyeburslari.gov.tr
২৫. ডেনমার্ক: studyindenmark.dk
২৬. কেমব্রিজ ট্রাস্ট: cambridgetrust.org
২৭. রোটারি ইন্টারন্যাশনাল: rotary.org
২৮. NASA ইন্টার্ন ও স্কলারশিপ: intern.nasa.gov
২৯. ইউনেসকো: unesco.org

টিপস: যেকোনো স্কলারশিপে আবেদন করার আগে ভালোভাবে ওয়েবসাইটে নির্দেশনা পড়ে নিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট, রেফারেন্স লেটার, এবং একটি শক্তিশালী মোটিভেশন লেটার প্রস্তুত রাখা খুব গুরুত্বপূর্ণ।

সর্বশেষ

জনপ্রিয়