শুক্রবার , ০৫ সেপ্টেম্বর ২০২৫
Friday , 05 September 2025
১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় হাজারো শিক্ষার্থীর পার্লামেন্ট ভবনে বিক্ষোভ

ইন্দোনেশিয়ায় হাজারো শিক্ষার্থীর পার্লামেন্ট ভবনে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় হাজারো শিক্ষার্থী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের আয়োজন করবে, এমনটি জানায় একটি ছাত্র সংগঠন। কারণ সরকারের সঙ্গে একটি বৈঠক এখনও সম্পন্ন হয়নি। বিশাল বিক্ষোভের পর গত সপ্তাহে ১০ জন নিহত হওয়ার ঘটনায় এই আলোচনা নির্ধারিত ছিল। 

গত সপ্তাহের বিক্ষোভ মূলত পুলিশি সহিংসতা এবং রাষ্ট্রীয় ব্যয় সংকোচকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছিলো। এতে ছাত্র, শ্রমিক এবং মানবাধিকার সংগঠনগুলো নেতৃত্ব দিচ্ছে। পুলিশের গাড়ি চাপায় ট্যাক্সি চালকের মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় ছড়িয়ে পড়ে। খবর রয়টার্সের। 

এসব বিক্ষোভ কখনো কখনো সহিংস হয়ে উঠে। মানবাধিকার সংস্থা জানিয়েছে, এসময় লুটপাট এবং দাঙ্গার ঘটনায় ১০ জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে।

স্থানীয়ভাবে বেম সি নামে পরিচিত ছাত্র সংগঠনের একটি জোট জানায়, মানুষের উদ্বেগ রাস্তায় বিক্ষোভের কারণে নয়, তা হচ্ছে দুর্নীতি এবং আইনের রাজনৈতিকীকরণে। বুধবার দশটি ছাত্র ইউনিয়ন সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছে। তারা পুলিশি সহিংসতার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে এবং পার্লামেন্ট সদস্যদের জন্য প্রাচুর্যময় সুবিধা ও সাধারণ ইন্দোনেশীয়দের অর্থনৈতিক কষ্টের মধ্যে পার্থক্য তুলে ধরেছে। 

ডেপুটি হাউস স্পিকার তাদের বৃহস্পতিবার সরকারের সঙ্গে বৈঠকের সুযোগ দিয়েছেন, তবে বেম সি নেতা মুজাম্মিল ইহসান বলেছেন যে ওই আমন্ত্রণের কোনো গুরুত্ব নেই। 

সর্বশেষ

জনপ্রিয়