সিঙ্গাপুরের সেরা ৫০ ধনীর তালিকায় সামিট গ্রুপের আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় স্থান পেয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান (৭০)। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সেই তালিকার ৪৯তম অবস্থানে রয়েছে আজিজ খানের নাম।
ফোর্বসের হিসাব অনুসারে, মুহাম্মদ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। বিগত বেশ কয়েক বছর ধরেই সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় রয়েছেন আজিজ খান। ২০২৩ সালের ফোর্বসের তালিকায় তার অবস্থান ছিল ৪১তম।
সিঙ্গাপুরের জন্য করা তালিকায় মুহাম্মদ আজিজ খানের অবস্থান ৪৯তম হলেও ফোর্বসের করা বিশ্বের বিলিয়নিয়ারের তালিকায় তাঁর স্থান ২৭৯০তম।
সামিটের ব্যবসা খাতের মধ্যে রয়েছে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস এবং রিয়েল এস্টেস। সব ব্যবসাই বাংলাদেশে। ফোর্বসে আজিজ খানের আয়ের উৎস হিসেবে উল্লেখ রয়েছে বিদ্যুৎ এবং ব্যক্তিগত বিনিয়োগ।
ফোর্বসের তালিকায় আজিজ খানের পরিচয় তুলে ধরা হয়েছে, তিনি বাংলাদেশে জন্মেছেন, এখন বসবাস করেন সিঙ্গাপুরে। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।
মার্কিন এ সাময়িকীর তালিকায় আজিজ খানের যে পরিচিতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, তিনি তিন সন্তানের বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে তিনি মাস্টার্স করেছেন।
ফোর্বস বলছে, আজিজ খান ২০১৯ সালে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার জাপানের জেইআরএ-এর কাছে বিক্রি করে দেন। তাঁর মেয়ে আয়েশা বর্তমানে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনার দায়িত্বে রয়েছেন।