শুক্রবার , ০৫ সেপ্টেম্বর ২০২৫
Friday , 05 September 2025
১১ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৯, ৪ সেপ্টেম্বর ২০২৫

গানের পাখি সাবিনা ইয়াসমীনের জন্মদিন আজ

গানের পাখি সাবিনা ইয়াসমীনের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত

বাংলা সংগীতের কোটি ভক্তের হৃদয়ের ‘গানের পাখি’ সাবিনা ইয়াসমীনের জন্মদিন আজ। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পী ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার মধুর কণ্ঠে গাওয়া গান আজও প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করে রাখছে।

জন্মদিন উপলক্ষে পরিবার, বন্ধু, সহশিল্পী এবং সংগীতাঙ্গনের মানুষ তাকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তরা নানান পোস্ট ও বার্তার মাধ্যমে প্রকাশ করছেন ভালোবাসা।

শিশুশিল্পী হিসেবে ১৯৬২ সালে গান শুরু করেন সাবিনা ইয়াসমীন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ ছবির ‘মধু জোছনা দীপালি’ গান দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। এরপর আর থেমে থাকেননি। ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের মধ্য দিয়ে শুরু হয় সাফল্যের দীর্ঘযাত্রা। এরপর আরও ১৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯৮৪ সালে একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পদকসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি।

সংগীত জীবনে ১৬ হাজারেরও বেশি গান গেয়ে অনন্য রেকর্ড গড়েছেন সাবিনা ইয়াসমীন। বাংলা চলচ্চিত্র থেকে আধুনিক গান—সব ক্ষেত্রেই তার কণ্ঠ শ্রোতাদের মনে দাগ কেটেছে।

বিশেষ দিনটিকে ঘিরে চ্যানেল আই আয়োজন করেছে ব্যতিক্রমী অনুষ্ঠান। ‘তারকা কথন’-এর বিশেষ পর্বে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন গুণী সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, কনকচাঁপা, চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। অনুষ্ঠানে উঠে এসেছে সাবিনা ইয়াসমীনের শিল্পী হয়ে ওঠার পথচলা, শৈশব স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক ও সৃষ্টির নেপথ্যের অনেক অজানা গল্প।

সর্বশেষ

জনপ্রিয়