বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৪ সফর ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩২, ১৭ আগস্ট ২০২৫

ফারুকীর শারীরিক অবস্থা জানালেন তিশা

ফারুকীর শারীরিক অবস্থা জানালেন তিশা
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা জানান, অতিরিক্ত কাজের চাপে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। 

শনিবার রাতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ফারুকীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানালেন তিশা। ওই পোস্টে তিশা লেখেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।’

এরপর তিনি যোগ করেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।আপাতত তিনি আশংকামুক্ত। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ 

উপদেষ্টা ফারুকীর অসুস্থতার খবরে তাঁর সুস্থতার জন্য দোয়া করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে কক্সবাজারের সিভিল সার্জন মোহাম্মদুল হক জানান, ফুড পয়েজনিংয়ের কারণে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চার দিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে যান। শনিবার বিকেল পর্যন্ত তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।

বলে রাখা ভালো, গতকাল উপদেষ্টা ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আনা হয়। 

সর্বশেষ

জনপ্রিয়