মঙ্গলবার , ০৯ সেপ্টেম্বর ২০২৫
Tuesday , 09 September 2025
১৫ রবিউল আউয়াল ১৪৪৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

৩২ বছরে পা দিলেন নুসরাত ফারিয়া

৩২ বছরে পা দিলেন নুসরাত ফারিয়া
ছবি: সংগৃহীত

ঢালিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আজ (৮ সেপ্টেম্বর) জন্মদিন উদযাপন করছেন। ভক্ত-অনুরাগীদের কাছ থেকে ভালোবাসা ও দোয়া চাইলেও, নিজেকে বিশেষভাবে সম্মান জানাতে প্রতি বছরই তিনি নিজেকে উপহার দেন। এবারও ব্যতিক্রম হয়নি। জন্মদিন উপলক্ষে তিনি নিজেকে উপহার দিয়েছেন একটি নতুন গাড়ি।

১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া ফারিয়া জানিয়েছেন, ছোটবেলায় খুব বেশি জন্মদিন পালন করা হতো না। প্রথমবার তিনি জন্মদিন উদযাপন করেন সাত বছর বয়সে। তবে ২০১৩ থেকে ২০১৫ সালের দিকে বেশ জমকালো আয়োজনেই জন্মদিন পালন করেছিলেন। এরপর থেকে পরিবারকেন্দ্রিক ঘরোয়া আয়োজনে দিনটি কাটাতে বেশি পছন্দ করেন।

নিজেকে উপহার দেওয়ার অভ্যাস নিয়েও খোলামেলা কথা বলেছেন ফারিয়া। তার ভাষ্য, “জন্মদিনে আমি সবসময় নিজেকেই কিছু না কিছু উপহার দিই। ২০১৩ সালে প্রথম একটি সেকেন্ড হ্যান্ড করোলা গাড়ি কিনি। পরে ২০১৮ সালে মার্সিডিজ কিনেছিলাম। এবারও নতুন গাড়ি কিনে সেটাই জন্মদিনের গিফট হিসেবে নিয়েছি।”

অভিনয় ক্যারিয়ারের শুরুতে তিনি আরজে ও টিভি সঞ্চালক হিসেবে জনপ্রিয়তা পান। স্কুলজীবনেই বিটিভির বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে টেলিভিশনে প্রথম মুখ দেখান। এরপর ধীরে ধীরে রেডিও, টিভি, বিজ্ঞাপন, মঞ্চ—সব জায়গাতেই হয়ে ওঠেন পরিচিত মুখ।

২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা আশিকী দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তারপর জিৎ, শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, অঙ্কুশসহ দুই বাংলার জনপ্রিয় নায়কদের সঙ্গে কাজ করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু অভিনয় নয়, কয়েক বছর আগে গানের জগতেও পা রাখেন ফারিয়া। পাটাকা ও বুঝি না তো তাই গান দুটি তাকে আলোচনায় এনে দেয়।

সর্বশেষ

জনপ্রিয়