মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
Tuesday , 19 August 2025
২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২১ জুলাই ২০২৫

ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে কমপক্ষে ১১৫জন ফিলিস্তিনিকে হত্যা করেছে

ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে কমপক্ষে ১১৫জন ফিলিস্তিনিকে হত্যা করেছে

সোমবার আল-জাজিরা অনলাইন এর তথ্য থেকে জানা যায়, ইসরায়েলি বাহিনী গাজাজুড়ে কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ গত দিনে দুর্ভিক্ষে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে,এদের মধ্যে ৯২ জনকে উত্তরে জিকিম ক্রসিং এবং দক্ষিণে রাফাহ এবং খান ইউনিসে ত্রাণ কেন্দ্রে খাবার পেতে চেষ্টা করার সময় গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার এই হত্যাকাণ্ড এমন সময় ঘটেছে যখন গাজায় ইসরায়েলিদের অব্যাহত অবরোধের ফলে ক্ষুধা সংকট আরো খারাপ হয়েছে।

জিকিমে জাতিসংঘের ত্রাণ কনভয় থেকে আটা পাওয়ার আশায় বিশাল জনতা সেখানে জড়ো হয়েছিল। সেখানে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৭৯ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।  রাফাহের একটি ত্রাণ কেন্দ্রের কাছে আরো নয়জন হত্যার শিকার হয়েছেন। এর আগের ২৪ ঘন্টায় সেখানে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩৬ জন প্রাণ হারিয়েছিলেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে, খান ইউনিসে একটি দ্বিতীয় ত্রাণ কেন্দ্রের কাছে আরও চারজন হত্যার শিকার হয়েছেন।

জিকিমে হামলায় বেঁচে যাওয়া ফিলিস্তিনি রিজেক বেতার বলেন, “কোনো অ্যাম্বুলেন্স নেই, খাবার নেই, জীবন নেই, আর বাঁচার কোনো উপায় নেই। আমরা খুব কষ্ট করে অপেক্ষা করছি। রেকজন বেঁচে যাওয়া ব্যক্তি ওসামা মারুফ গুলিবিদ্ধ ও আহত একজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। মারুফ বলেন, “আমরা জিকিম থেকে এই বৃদ্ধকে নিয়ে এসেছিলাম। সে কেবল কিছু আটা আনতে গিয়েছিল। আমি তাকে সাইকেলে করে বাঁচানোর চেষ্টা করেছি - আমি আর আটা চাই না, সে আমার বাবার মতো, এই বৃদ্ধ। ঈশ্বর আমাকে ভালো করার শক্তি দিন। এবং এই কষ্ট যেন বেশি দিন স্থায়ী না হয়।

সর্বশেষ

জনপ্রিয়