বুধবার , ২০ আগস্ট ২০২৫
Wednesday , 20 August 2025
২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:১৯, ১৬ আগস্ট ২০২৫

যুদ্ধ বন্ধে আলোচনায় বসছেন জেলেনস্কি ও ট্রাম্প

যুদ্ধ বন্ধে আলোচনায় বসছেন জেলেনস্কি ও ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন। আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের পর এবার ওয়াশিংটনে জেলেনস্কি-ট্রাম্প বৈঠক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, আমি সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ শেষ করার সব খুঁটিনাটি আলোচনা করার পরিকল্পনা করছি। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আমরা এই প্রস্তাবকে সমর্থন করি। নেতাদের স্তরে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে ত্রিপক্ষীয় বৈঠকই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

এর আগে শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না হলেও ট্রাম্প দাবি করেন, আলোচনায় অগ্রগতি হয়েছে। তাঁর মতে, আলোচনা ইতিবাচক পর্যায়ে গেছে এবং সম্ভাব্য চুক্তি এখন জেলেনস্কির অবস্থানের ওপর নির্ভর করছে।

তবে জেলেনস্কি পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউরোপীয় নেতাদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইউক্রেনের এই অবস্থান কৌশলগত। কারণ, ইউরোপীয় দেশগুলোকে আলোচনায় অন্তর্ভুক্ত করলে একদিকে ট্রাম্পের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে, অন্যদিকে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তাও শক্তিশালী হবে।

সর্বশেষ

জনপ্রিয়